পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তর দিনাজপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা 200 ছাড়াল - Coronavirus pandemic

দিন দিন বেড়ে চলেছে উত্তর দিনাজপুর জেলায় কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজকের নতুন করে 29 জনের শরীরে কোরোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এই নিয়ে জেলার মধ্যে 202 জনের শরীরে কোরোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল।

Image
Coronavirus

By

Published : Jun 6, 2020, 2:11 AM IST

রায়গঞ্জ, 4 জুন : 200 গণ্ডি পার করল উত্তর দিনাজপুর জেলার কোরোনা আক্রান্তের সংখ্যা। আজ নতুন করে উত্তর দিনাজপুর জেলায় ফের 29 জনের দেহে মিললো কোরোনা ভাইরাসের অস্তিত্ব।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে যে,ওই ২৯ জনের মধ্যে ২৩ জন ইসলামপুর মহকুমার এবং ৬ জন রায়গঞ্জ মহকুমার ইটাহার ব্লকের বাসিন্দা। তাদের চিকিৎসা শুরু করা হয়েছে । এই ২৯ জন নতুন আক্রান্ত নিয়ে জেলার মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০২ ।

উত্তর দিনাজপুর জেলার দুই মহকুমাতেই কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিনের পর দিন বাড়ছে । গত ৯ মে পর্যন্ত জেলায় একজনও আক্রান্ত ছিল না । তবে এরপর থেকে একের পর এক আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে । যদিও স্বাস্থ্য দপ্তরের একাংশের দাবি মালদা ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পড়ে থাকা সমস্ত লালারসের পরীক্ষার রিপোর্ট আসলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, জেলায় কোরোনা থেকে সুস্থ হওয়ার গড় ভালো, তাই বেশিরভাগ রোগীই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।

ABOUT THE AUTHOR

...view details