পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিনরাজ্যের মহিলাকে অপহরণ করে 5 মাস গণধর্ষণের অভিযোগ - তৃণমূল

কালিয়াচকের শেরশাহি এলাকায় নিজেদের গোপন ডেরায় রেখে টানা পাঁচ মাস ধরে আলিউল ও তার সঙ্গীরা ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ জানা গিয়েছে, আলিউলের বিবি কংগ্রেসের টিকিটে পঞ্চায়েতে জয়লাভ করলেও গত লোকসভা নির্বাচনে আলিউল তৃণমূলের হয়ে কাজ করেছে ৷

gangraped
physically-harassed

By

Published : Aug 23, 2020, 9:06 PM IST

মালদা, 23 অগাস্ট : ভিনরাজ্যের মহিলাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল গ্রাম-পঞ্চায়েত সদস্যার শওহরের বিরুদ্ধে ৷ অপহরণকারীদের গোপন ডেরা থেকে পালিয়ে যান নির্যাতিতা । আজ কালিয়াচক থানার পুলিশ ওই মহিলা ও তাঁর শিশুকন্যাকে উদ্ধার করে ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা মণিপুরের ইম্ফলের বাসিন্দা ৷ তিনি রেশমের ব্যবসার সঙ্গে যুক্ত ৷ ব্যবসা সূত্রে মালদার কালিয়াচকের আলিউলের সঙ্গে পরিচয় ছিল তাঁর দাদার ৷ জানা গিয়েছে, ব্যবসায় আলিউলের কাছে কয়েক লাখ টাকা দেনা হয়ে যায় নির্যাতিতার দাদার ৷ অভিযোগ, এরপরই ওই মহিলা ও তাঁর দু’বছরের শিশুকন্যাকে অপহরণ করে আলিউল ৷ কালিয়াচকের শেরশাহি এলাকায় নিজেদের গোপন ডেরায় রেখে টানা পাঁচ মাস ধরে আলিউল ও তার সঙ্গীরা ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ কোনওমতে মেয়েকে নিয়ে ডেরা থেকে পালাতে সক্ষম হলেও অভিযুক্তরা সুজাপুর এলাকায় মহিলা ও তাঁর শিশুকন্যাকে ধরে ফেলে ৷ এরপরই নির্যাতিতা চিৎকার করে গণধর্ষণের কথা বলতে থাকেন ৷ স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসতে দেখে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ খবর পেয়ে ঘটনাস্থান থেকে ওই মহিলা ও তাঁর মেয়েকে উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ ৷

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, “ওই মহিলা ও তাঁর শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে ৷ তাঁদের শারীরিক পরীক্ষাও করানো হয়েছে ৷ বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে ৷ পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রয়েছে ৷”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিউলের বিবি কংগ্রেসের টিকিটে পঞ্চায়েতে জয়লাভ করলেও গত লোকসভা নির্বাচনে আলিউল তৃণমূলের হয়ে কাজ করেছে ৷ এদিকে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে ৷ ঘটনার তীব্র নিন্দা করেছে বিরোধী নেতৃত্ব ৷ BJP-র জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, “তৃণমূলের শাসনকালে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে আর পুলিশ এই অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে ৷ আমরা এই ধরনের ঘটনার তীব্র ধিক্কার জানানোর পাশাপাশি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ৷”

CPI(M)-এর জেলা সম্পদক অম্বর মিত্র বলেন, “ঘটনার পরও পুলিশ যেভাবে মুখ বন্ধ করে রয়েছে, তাতে অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে বলেই মনে হচ্ছে ৷ পুলিশের উচিত অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া ৷”

ABOUT THE AUTHOR

...view details