মালদা, 23 অগাস্ট : ভিনরাজ্যের মহিলাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল গ্রাম-পঞ্চায়েত সদস্যার শওহরের বিরুদ্ধে ৷ অপহরণকারীদের গোপন ডেরা থেকে পালিয়ে যান নির্যাতিতা । আজ কালিয়াচক থানার পুলিশ ওই মহিলা ও তাঁর শিশুকন্যাকে উদ্ধার করে ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা মণিপুরের ইম্ফলের বাসিন্দা ৷ তিনি রেশমের ব্যবসার সঙ্গে যুক্ত ৷ ব্যবসা সূত্রে মালদার কালিয়াচকের আলিউলের সঙ্গে পরিচয় ছিল তাঁর দাদার ৷ জানা গিয়েছে, ব্যবসায় আলিউলের কাছে কয়েক লাখ টাকা দেনা হয়ে যায় নির্যাতিতার দাদার ৷ অভিযোগ, এরপরই ওই মহিলা ও তাঁর দু’বছরের শিশুকন্যাকে অপহরণ করে আলিউল ৷ কালিয়াচকের শেরশাহি এলাকায় নিজেদের গোপন ডেরায় রেখে টানা পাঁচ মাস ধরে আলিউল ও তার সঙ্গীরা ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ কোনওমতে মেয়েকে নিয়ে ডেরা থেকে পালাতে সক্ষম হলেও অভিযুক্তরা সুজাপুর এলাকায় মহিলা ও তাঁর শিশুকন্যাকে ধরে ফেলে ৷ এরপরই নির্যাতিতা চিৎকার করে গণধর্ষণের কথা বলতে থাকেন ৷ স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসতে দেখে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ খবর পেয়ে ঘটনাস্থান থেকে ওই মহিলা ও তাঁর মেয়েকে উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ ৷