পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে ফেলে পালাল যুবক - wife given birth

অভিযোগ, নিতাই দাস গতকাল রাতে পতিরাম এলাকায় বাসে করে নিয়ে এসে সন্তান সহ মলিকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় । তারপর থেকেই নিতাইয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় ।

কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে ফেলে পালাল যুবক

By

Published : Jun 20, 2019, 11:50 PM IST

Updated : Jun 21, 2019, 2:48 AM IST

বালুরঘাট, 20 জুন : কন্যাসন্তান হওয়ায় স্ত্রীকে বাস থেকে নামিয়ে পালিয়ে গেল যুবক । রাতে থাকার জায়গা না পাওয়ায় যুবতি আশ্রয় নেন বালুরঘাট থানার প্রতীক্ষালয়ে । খবর পেয়ে ঘটনাস্থান থেকে মা ও শিশুকে উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ । যুবতির নাম মলি দাস (23) । বর্তমানে বালুরঘাট মহিলা থানায় রয়েছেন তিনি । আজ তাঁদের মালদা হোমে পাঠানো হয় ।

জানা গেছে, মলি দাস কুমারগঞ্জের বিশ্বনাথপুরের বাসিন্দা । বছর দুই আগে ওই এলাকারই নিতাই দাস নামে এক যুবককে বাড়ির অমতে বিয়ে করেন । এরপর স্বামীর সঙ্গে মুম্বই চলে যান । সেখানেই তাঁরা দু'জন কাজ করতেন । প্রায় মাসখানেক আগে মলির মেয়ে হয় । তারপর থেকেই শুরু হয় পারিবারিক ঝামেলা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অভিযোগ, তাঁর স্বামী নিতাই দাস গতকাল রাতে পতিরাম এলাকায় বাসে করে নিয়ে এসে সন্তান সহ মলিকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় । তারপর থেকেই নিতাইয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় ।

গতকাল ঘটনায় কুমারগঞ্জ থানা ও পতিরাম ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলেও পুলিশ তা নিতে অস্বীকার করে । এদিকে পুলিশ ব্যবস্থা না নেওয়ায় আত্মহত্যার হুমকি দেন মলি । পরে তিনি বাপের বাড়িতে ফেরার চেষ্টা করলেও, ফিরতে পারেননি । বলেন, "কন্যাসন্তান হওয়ায় স্বামী ফেলে রেখে চলে গেছে । যাওয়ার পর থেকেই স্বামীর ফোন সুইচ অফ বলছে । আমি বাড়ি ফিরে যেতে চাই ।" অন্য দিকে এবিষয়ে DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র জানান, খবর পেয়ে গতকাল রাতেই সন্তান সহ ওই মহিলাকে থানায় নিয়ে আসা হয় । আপাতত মা ও সন্তানের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁদের মালদা হোমে পাঠানো হচ্ছে ।

Last Updated : Jun 21, 2019, 2:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details