জলপাইগুড়ি, 4 জুন : জমি অধিগ্রহণের প্রতিবাদে খুঁটি উপড়ে জমিতে চাষবাস শুরুর ডাক দিলেন কৃষকরা । স্থানীয়দের অভিযোগ, কৃষকদের অন্ধকারে রেখে তিন ফসলি জমি গায়ের জোর ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে । তার প্রতিবাদেই ওই জমিতে চাষবাস করার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা ।
গজলডোবায় অন্ধকারে মমতার 'ভোরের আলো', খুঁটি উপড়ে চাষবাসের সিদ্ধান্ত ! - set agenda
গজলডোবায় কয়েক একর জমিতে হেলিপ্যাড তৈরির কাজ করছে প্রশাসন । অভিযোগ, কৃষকদের অন্ধকারে রেখে তিন ফসলি জমি গায়ের জোর ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে । তার প্রতিবাদেই ওই জমিতে চাষবাস করার সিদ্ধান্ত নেন কৃষকরা ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের "ভোরের আলো" প্রকল্পের আওতায় গজলডোবায় কয়েক একর জমিতে হেলিপ্যাড তৈরির কাজ শুরু করে প্রশাসন । অভিযোগ, কৃষকদের সম্পূর্ণ অন্ধকারে রেখেই সেই জমিতে জোর করে হেলিপ্যাড তৈরির কাজ করছে প্রশাসন । এর প্রতিবাদে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেও কোনও সুরাহা না হওয়ায় গতকাল বৈঠক বসেন স্থানীয় কৃষকরা । সেই বৈঠকে BJP-র কিষাণ সভার রাজ্য নেতারাও উপস্থিত ছিলেন । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অধিগৃহীত জমিতে থাকা সরকারি খুঁটি উপড়ে চাষবাস শুরু করা হবে ।
এই বিষয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, যে জমিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেটি সরকারি খাস জমি । আগামী 7 জুন জনপ্রতিনিধিদের নিয়ে ওই এলাকায় যাব । ওই জমি কারোর নয় । স্থানীয় কৃষকদের সঙ্গে প্রয়োজনে কথা বলব । এই বিষয়ে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, "বিস্তারিত তথ্য আমরা সংগ্রহ করছি । আমরাও উন্নয়নের পক্ষে । কিন্তু কৃষকদের ক্ষতিগ্রস্ত করে জমি নেওয়া যাবে না ।"