পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় বাজেয়াপ্ত ব্রাউন সুগার, গ্রেপ্তার 5 - মালদায় ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার 5

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 261 গ্রাম ব্রাউন সুগার।

Brown Sugar
Brown Sugar

By

Published : Nov 14, 2020, 9:59 PM IST

মালদা, 14 নভেম্বর : 261 গ্রাম বাউন সুগার উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে পাঁচ যুবককে। গতকাল রাতে এই পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ।

গোপন সূত্রে পাওয়া খবরে, গতকাল রাতে কালিয়াচক থানার একটি দল কালিয়াচক স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। সন্দেহজনকভাবে পাঁচ যুবককে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগার। তারপরই তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতগদের কাছ থেকে 261 গ্রাম বাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের নাম আরসেদ শেখ, ওরফে আসিক(25), সাবিব শেখ(19), মাবুদ শেখ(19), সোয়েল শেখ(18) ও নুর আলম ওরফে হিপ্পি(22)।

ধৃতরা সকলেই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে নিয়ে এসেছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details