পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘরছাড়া BJP কর্মী-সমর্থকদের ঘরে ফেরাতে উদ্যোগ জিতেন্দ্র তিওয়ারির - bjp worker

জিতেন্দ্রর এই উদ্যোগে রাজনৈতিক অভিসন্ধি দেখতে পাচ্ছে স্থানীয় BJP নেতৃত্ব ।

জিতেন্দ্র তিওয়ারি

By

Published : May 25, 2019, 7:03 AM IST

Updated : May 25, 2019, 9:26 AM IST

দুর্গাপুর, 25 মে : গত লোকসভা নির্বাচনের আগে থেকেই আসানসোলের পাণ্ডবেশ্বর এলাকায় ঘরছাড়া হয় কয়েকটি BJP কর্মী-সমর্থকের পরিবার । তাদের ঘরে ফেরাতে উদ্যোগ নিলেন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ।

আসানসোল কেন্দ্র থেকে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় জিতেছেন । তবুও বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন BJP কর্মী সমর্থকরা । গতকাল দলীয় সমর্থকদের সাথে নিয়ে ঘরছাড়াদের বাড়ি ঘুরে দেখেন জিতেন্দ্র তিওয়ারি । ঘরছাড়া লোকজনের সাথে দেখা করেন তিনি । আশ্বাস দেন সাহায্যের । পুলিশকেও প্রয়োজনীয় নির্দেশ দেন । এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "যে বা যারা ঘর ছাড়া তাদের ঘরে ফেরাতে উদ্যোগ নিয়েছি । গণতন্ত্রে বিরোধিতা থাকবেই । তবে বিরোধীদের ঘৃণা করে নয় তাদের ভালোওবাসতে হবে ।"

এপ্রসঙ্গে স্থানীয় BJP নেতা জিতেন চ্যাটার্জ্জি বলেন, "জিতেন্দ্র তিওয়ারি এতদিন কোথায় ছিলেন ? আজ পায়ের তলা থেকে মাটি সরে গেছে দেখেই বিরোধীদের কাছে টানার কৌশল নিয়েছেন ।"

Last Updated : May 25, 2019, 9:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details