মালদা, 13 নভেম্বর : কোরোনা পরিস্থিতি ও ক্রমাগত বাড়তে থাকা বায়ু দূষণকে লক্ষ্য রেখে বাজি বিক্রি বা পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। পুলিশের অনুমান এই পরিস্থিতিতে চরা দামে বিক্রি করতে বাজি মজুত করছে অসাধু ব্যবসায়ীরা। একের পর এক সেই ছবি ধরা পড়ছে মালদা জেলায়। একই সঙ্গে চলছে পুলিশের অভিযান। তারপরই এখনও পর্যন্ত 5 লাখ টাকার বেশি মূল্যের বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের এই আধিকারিক জনান, হাইকোর্টের নির্দেশকে কার্যকরী করতে আগামী দিনেও এই অভিযান চালবে।
রাজ্যজুড়ে কালীপুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজোয় বাজি বিক্রি বা পোড়ানো নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। পুলিশের একাংশের অনুমান আদালতের রায়ের পরেই বেশি মুনাফা কামাতে ও চরা দামে বিক্রি করতে বাজি মজুত করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। তারপরই বাজির এই "কালোবাজারি" রুখতে সক্রিয় হয়েছে মালদা জেলা পুলিশ। গত কয়েকদিন ধরে জেলাজুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন থানা এলাকা থেকে প্রায় 5 লাখ টাকা মূল্যের বাজি বাজেয়াপ্ত করা হয়েছে।