ভাঙড়, 14 নভেম্বর : বাজি বিক্রি বা পোড়ানো দমাতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ক্রমাগত চলছে পুলিশের ধরপাকড়। এরই মাঝে বিপুল পরিমাণে বাজি উদ্ধার করল ভাঙড় থানার পুলিশ। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বিক্রি হচ্ছিল বাজি। সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালাই পুলিশ। যদিও পুলিশের অভিযানের খবর পৌঁছে যায় বাজি বিক্রেতার কাছে। তারপরই পলাতক বিক্রেতা। প্রায় তিন লাখ টাকার বাজি উদ্ধার করে পুলিশ।
ভাঙড়ে বাজেয়াপ্ত 3 লাখ টাকার বাজি, গ্রেপ্তার 1 - এবার ভাঙড় থানা এলাকা থেকে উদ্ধার তিন লাখ টাকা মূল্যের বাজি, গ্রেপ্তার 1
আদালতের নির্দেশ পালন করতে সক্রিয় পুলিশ। প্রতিদিন চলছে অভিযান।
কোরোনা পরিস্থিতি, বায়ু দূষণের মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে রাজ্যজুড়ে বাজি বিক্রি বা পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ পালন করতে সক্রিয় পুলিশ। প্রতিদিন চলছে অভিযান। তা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী বাজির কালোবাজির চালিয়ে যাচ্ছেন বলে পুলিশ সূত্রে খবর। সেই সমস্ত কালোবাজারি বন্ধ করতে অভিযান চালাচ্ছেন জেলার পুলিশ আধিকারিক, কর্মীরা। পাশাপাশি মাইকে চলে প্রচারও।
পুলিশের তরফে করা প্রচারকে অগ্রাহ্য করেই চলছিল বাজির বিক্রি। খবর পৌঁছায় ভাঙড় থানার পুলিশ আধিকারিকদের কাছে। তারপরই ওই দোকানে আজ সকালে অভিযান চালাই পুলিশ। দোকান ছেড়ে পালিয়ে যান ব্যবসায়ীর রঞ্জিত সাধুকা। তারপরই বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি দোকানটি বন্ধ করে দিয়েছে পুলিশ।
TAGGED:
Bhangar police station