পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP কর্মীর খুনের তদন্তভার নিল CID - BJP worker's murder

হাসপাতালেই মৃত্যু হয় অনুপ রায়ের । এই ঘটনায় CBI তদন্ত হওয়া উচিত বলে বারবার দাবি করেন অনুপের মা গীতা দেবী এবং স্থানীয় BJP নেতৃত্ব । তাদের আরও অভিযোগ ছিল রায়গঞ্জ থানার ভিতরে পুলিশকর্মীরা অনুপ রায়কে পিটিয়ে হত্যা করেছে।

CID takes charge of BJP worker's murder
CID takes charge of BJP worker's murder

By

Published : Sep 11, 2020, 8:58 PM IST

রায়গঞ্জ,11 সেপ্টেম্বর: BJP কর্মী অনুপ রায় হত্যার তদন্তভার নিল CID। শুক্রবার দুপুরে একথা জানান রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার ।তিনি বলেন, " এখন থেকে ইটাহার থানার অন্তর্গত অনুপ রায়ের মা গীতা রায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পাঁচ পুলিশ কর্মীর বিরুদ্ধে যে খুনের এবং অপহরণের মামলা রুজু হয়েছিল, তার তদন্ত CID করবে।"


উল্লেখ্য চলতি মাসের 2 সেপ্টেম্বর রায়গঞ্জ থানার পুলিশ ইটাহারের BJP কর্মী অনুপ রায়কে একটি ডাকাতদলের সদস্য হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানায় পুলিশ ।

হাসপাতালেই মৃত্যু হয় অনুপ রায়ের । এই ঘটনায় CBI তদন্ত হওয়া উচিত বলে বারবার দাবি করেন অনুপের মা গীতা দেবী এবং স্থানীয় BJP নেতৃত্ব । তাদের আরও অভিযোগ ছিল রায়গঞ্জ থানার ভিতরে পুলিশকর্মীরা অনুপ রায়কে পিটিয়ে হত্যা করেছে।

রীতিমতো 5 পুলিশকর্মীর নাম দিয়ে ইটাহার থানায় অভিযোগ জানিয়েছিলেন গীতা দেবী। অবশেষে এই তদন্তভার পুরোপুরিভাবে CID র হাতে তুলে দেওয়া হল। যদিও এই নির্দেশে খুশি নয় বলে দাবি করেছেন অনুপ রায়ের মা গীতা দেবী। তিনি এখনও CBI তদন্ত চাইছেন ।

রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন," ইটাহার থানার অনুপ রায়ের খুনের মামলা হয়েছে তার তদন্তভার আজ থেকে CID নিয়েছে। আমাদেরকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।"

অন্যদিকে গীতা দেবী বলেন, " আমার CID তদন্তে একদমই ভরসা নেই। CID এবং রাজ্য পুলিশ একই কয়েনের এপিঠ-ওপিঠ মাত্র। আমি এখনও CBI তদন্ত চাইছি ।"

ABOUT THE AUTHOR

...view details