বোলপুর, 29 জানুয়ারি : একাধিক বহুতলে টাওয়ার বসানোর নামে কোটি কোটি টাকার প্রতারণা চলছে । সঙ্গে মানুষ পাচার । বোলপুরে এই দু'ধরনের অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে 11 জনকে গ্রেফতার করল সিআইডি (Crime Investigation Department) । অভিযুক্তদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ । শুক্রবার রাতে ফুলবাগান থানা এলাকার সিআইটি রোডের একটি বহুতল থেকে তাদের গ্রেফতার করে সিআইডির গোয়েন্দারা । ধৃতদের মধ্যে দু'জন মহিলা বলে জানিয়েছে ভবানী ভবন (CID arrests Bolpur accused of Human Trafficking and forgery in Kolkata) ।
তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ করতে চায়নি রাজ্য পুলিশের গোয়েন্দারা । সরকারি সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে অভিযুক্তদের গ্রেফতার করে ভবানী ভবনে নিয়ে এসে প্রাথমিক জেরা করা হয় । যেহেতু ঘটনাটি বোলপুরের, তাই এরপর তাদের বোলপুরে নিয়ে যাওয়া হয়েছে ।
গোয়েন্দাদের অনুমান, ধৃতদের সঙ্গে হয়তো কোনও আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের যোগ রয়েছে । অভিযোগ, একাধিক জায়গায় বহুতলে টাওয়ার বসানোর কথা জানিয়ে বাড়ির মালিককে প্রথমে মোটা অঙ্কের টাকার টোপ দিত অভিযুক্তরা । এর বিনিময়ে তাদের ব্যাঙ্কের যাবতীয় তথ্য সংগ্রহ করে নিত । এরপরেই বাড়ির মালিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দিত এই অভিযুক্তরা ।