রায়গঞ্জ, 10 নভেম্বর : বহরমপুর-শিলিগুড়িগামী বাসে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে 400 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল ডালখোলা থানার পুলিশ। যার আনুমানিক মূল্য 40 লাখ টাকা। ধৃত ওই ব্যক্তি মুর্শিদাবাদের বাসিন্দা।
বাসে তল্লাশি চালিয়ে 40 লাখ টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত - ব্রাউন সুগার
উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য 40 লাখ টাকা।
ডালখালা পুলিশ সুত্রে জানা গিয়েছে, আজ বিকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বহরমপুর-শিলিগুড়িগামী একটি সরকারি বাসকে ডালখোলা থানার রানিগঞ্জে দাঁড় করায় পুলিশ।ডালখোলা থানার পুলিশ বাসে তল্লাশি চালালে এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় 400 গ্রাম ব্রাউন সুগার । গৌতম রায় নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ডালখোলা থানার পুলিশ।
জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মুর্শিদাবাদের লালগোলা থেকে শিলিগুড়ি যাচ্ছিল। অভিযুক্তের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা ধৃত গৌতম রায়কে জিজ্ঞাসাবাদ করে বহু নতুন তথ্য পুলিশের হাতে আসবে।