রায়গঞ্জ, 13 নভেম্বর : বিহারের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে BJP। বিজয় মিছিল করে সেই জয়লাভ উদযাপন করল উত্তর দিনাজপুর জেলা BJP। উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জে বিজয় মিছিল পরিক্রমা করল জেলা BJP-র কার্যকর্তারা। আজ কয়েকশো BJP কর্মী-সমর্থকেরা এই মিছিলে পা মেলান।
বিহারে বিধানসভা নির্বাচনে জয়লাভ, বিজয় মিছিল জেলা BJP-র - রায়গঞ্জের দেবীনগর থেকে মিছিল শুরু হয়
রায়গঞ্জের দেবীনগর থেকে মিছিল শুরু হয়। শেষ হয় শিলিগুড়ি মোড়ে পৌঁছে।
উত্তর দিনাজপুর জেলা BJP-র সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্বে রায়গঞ্জের দেবীনগর থেকে মিছিল শুরু হয়। শেষ হয় শিলিগুড়ি মোড়ে পৌঁছে। আজ এই বিজয় মিছিলকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “বিহারে BJP পরিচালিত NDA-র বিরুদ্ধে কংগ্রেস, RJD এবং সমস্ত বাম দলগুলি মিলে যে মহাজোট করেছিল, বিহারের সাধারণ মানুষ তাঁদের প্রত্যাখান করেছেন। NDA-কে সমর্থন করে BJP-র উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে। এবার বাংলা আমাদের লক্ষ্য। বিহারের মতোই পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রের BJP-র সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে রায় দেবে।”