ভাটপাড়া, 28 এপ্রিল : "মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি পশ্চিমবঙ্গে জঙ্গিদের সুরক্ষিত আশ্রয় গড়ে তুলতে সাহায্য করছে ।" আজ ভাটপাড়ায় BJP-র সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় এই কথা বলেন । তিনি আরও বলেন, "যদি মমতাকে বাংলা থেকে উৎখাত না করা যায় তা হলে পশ্চিমবঙ্গ কাশ্মীরে পরিণত হবে ।"
ভাটপাড়ায় BJP প্রার্থী অর্জুন সিং-এর সমর্থনে এক সভার মঞ্চ প্রদর্শন করার সময় কৈলাস তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মতাদর্শকে কটাক্ষ করে বলেন, "পশ্চিমবঙ্গে IS-এর বাড়বাড়ন্ত আমাদের সবাইকে বিস্মিত করেছে । কিন্তু এর মূল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি । মমতার এই রাজনীতির কারণেই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা জঙ্গিদের জন্য সুরক্ষিত আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে ।"