পশ্চিমবঙ্গ

west bengal

রাজ্যে সুস্থতার হার 91.04 শতাংশ

By

Published : Nov 14, 2020, 9:38 PM IST

গত 24 ঘণ্টায় রাজ্যে 3 হাজার 823 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । মৃত্যু হয়েছে 53 জনের ।

covid 19
covid 19

কলকাতা, 14 নভেম্বর : টানা 19 দিন । রাজ্যে দৈনিক কোরোনা সংক্রমণ চার হাজারের নিচে । বাড়ছে সুস্থতার হারও । 26 অক্টোবর শেষবার রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল চার হাজারের বেশি । এদিকে রাজ্যে কোরোনায় মোট মৃত্যু হয়েছে 7 হাজার 610 জনের ৷ 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 53 জনের।

গত 24 ঘণ্টায় রাজ্যে 3 হাজার 823 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 3 হাজার 835। এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4 লাখ 28 হাজার 498 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 53 জনের। রাজ্যে এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 7 হাজার 610 জনের। গত 24 ঘণ্টায় কলকাতায় 836 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । উত্তর 24 পরগনায় 820 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস।

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 4 হাজার 479 জন ৷ সব মিলিয়ে এপর্যন্ত মোট 3 লাখ 90 হাজার 96 জন সুস্থ হয়ে উঠেছেন । রাজ্যে বর্তমানে সুস্থতার হার 91.04 শতাংশ। রোজই রাজ্যে সুস্থতার হার বাড়ছে। 13 নভেম্বর পর্যন্ত রাজ্যে 51 লাখ 36 হাজার 12টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। আজ আরও 44 হাজার 127টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট 51 লাখ 80 হাজার 139 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।

রাজ্যে পরীক্ষা করা নমুনাগুলোর মধ্যে বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.27 শতাংশ । এই মুহূর্তে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা 95।

ABOUT THE AUTHOR

...view details