কিশোরীকে শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেফতার এক যুবক - A young man arrested
কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে নবদ্বীপ থানার পুলিশ।
নবদ্বীপ, 13 সেপ্টেম্বর : কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার এক যুবক । বন্ধুর জন্মদিনে যোগ দেওয়ার পর নিজের বাড়িতে ফেরার পথে রাস্তায় যৌন হেনস্থার শিকার হল এক বছর ষোলোর কিশোরী। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকে ।
ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানতে পারা যায়, নবদ্বীপ ব্লকের বাসিন্দা বছর ষোলোর ওই কিশোরী গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল।
কিশোরীর পরিবারের অভিযোগ, জন্মদিনের অনুষ্ঠান সেরে আনুমানিক রাত সাড়ে নটা নাগাদ সাইকেলে করে নিজের বাড়ি ফিরছিল কিশোরী। কিশোরীর অভিযোগ, অভিযুক্ত ওই যুবক তার পথ আটকায়। এরপর তাকে মুখ চেপে ধরে বলপূর্বক তাকে রাস্তার পাশে থাকা ঝোপ জঙ্গলে নিয়ে যায়। এবং তাকে শারীরিকভাবে নিগ্রহ করে। এই সময় নির্যাতিতা কিশোরীর চিৎকারে ঘাটনাস্থানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের ছুটে আসতে দেখে অভিযুক্ত যুবক ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যায়। ওইদিন রাতেই ওই যুবকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে নবদ্বীপ থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ ।গতকাল সন্ধ্যায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হয় ।