কোচবিহার, 19 জুন : কোচবিহারে আরও তিনজন কোরোনায় আক্রান্ত হল । তার মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ও অন্য দু'জন পরিযায়ী শ্রমিক । আক্রান্ত স্বাস্থ্যকর্মী দিনহাটা হাসপাতালের নার্স । দুই পরিযায়ী শ্রমিক তুফানগঞ্জের বাসিন্দা ।
কোরোনায় আক্রান্ত দিনহাটা হাসপাতালের নার্স
এক নার্স ও দুই পরিযায়ী শ্রমিকের দেহে মিলল কোরোনা সংক্রমণ । বর্তমানে কোচবিহারে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 56 ।
ইতিমধ্যে ওই নার্সকে কোচবিহারের কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তিনি হাসপাতালের যে ওয়ার্ডে ছিলেন সেই ওয়ার্ড স্যানিটাইজ় করা হয়েছে । তাঁর সঙ্গে যাঁরা ডিউটিতে ছিলেন তাঁদেরও আইসোলেশনে পাঠানো হয়েছে । কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রণজিৎ ঘোষ বলেন, ওই নার্সের সঙ্গে যাঁরা ডিউটিতে ছিলেন তাঁদের সবারই নমুনা পরীক্ষা করা হবে।
কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার রাত পর্যন্ত জেলায় 277 জন সংক্রমিত হয়েছেন । আক্রান্তদের মধ্যে 220 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে । গতকাল দিনহাটা মহকুমা হাসপাতালের নার্স সহ তিনজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে । তাঁদের মধ্যে দু'জন মহারাষ্ট্র ফেরত পরিযায়ী শ্রমিক। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে । গতকাল চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । এনিয়ে কোচবিহার জেলায় সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 56 ।