পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁকুড়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 237 - বাঁকুড়া কোভিড 19

বাঁকুড়া জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 237 । যদিও জেলায় এখনও পর্যন্ত কোনও কোরোনা আক্রান্তের মৃত্যু হয়নি।

237 corona positive cases in Bankura
237 corona positive cases in Bankura

By

Published : Jun 28, 2020, 6:35 PM IST

বাঁকুড়া, 28 জুন: বাঁকুড়ায় দিনের পর দিন বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । 23 মে জেলায় প্রথম কোরোনা আক্রান্তের খোঁজ মেলে । মাত্র দু'মাসেই জেলায় সংক্রমণের সংখ্যা পার করেছে 200-র গণ্ডি। সূত্রের খবর, চলতি সপ্তাহে গড়ে প্রতিদিন প্রায় 10 জন সংক্রমিতের খোঁজ মিলেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, জেলায় মোট সংক্রমিতের সংখ্যা এখনও পর্যন্ত 237 । যার মধ্যে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 57 ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রের খবর, জেলায় আক্রান্তের সংখ্যার পাশাপাশি বেড়েছে সুস্থ হওয়ার হারও । ইতিমধ্যেই কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছে 180 জন।

জেলায় পরিযায়ী শ্রমিকরা ফেরার পরই কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে । স্বাস্থ্য বিভাগ সূত্রের খবর, আক্রান্তদের বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন বলেন, “কোনও গোষ্ঠী সংক্রমণের খবর নেই। যে সমস্ত ব্লকে সংক্রমিতের খবর মিলেছে সেগুলোকে ইতিমধ্যেই কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও নতুন করে কোনও সংক্রমিতের খোঁজ না মেলায় কিছু জ়োনকে স্বাভাবিক করা হয়েছে।”

এদিকে ICMR-এর নির্দেশ অনুযায়ী এই মাসের প্রথমদিকে জেলার 10টি জায়গা থেকে অনেকের রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, চেন্নাইয়ের বিশেষ ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা জন্য পাঠানো হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details