হবিবপুর, 13 নভেম্বর : লোকাল ট্রেনের ধাক্কায় মৃত 2। গতকাল রাতে শিয়ালদা-শান্তিপুর শাখার হবিবপুর রেলস্টেশন সংলগ্ন রাঘবপুর পূর্বপাড়া এলাকার ঘটনা। মৃত দুই ব্যক্তির নাম বিশ্বজিৎ বিশ্বাস(40), সঞ্জিত মণ্ডল(36)। শান্তিপুর লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দুই ব্যক্তির।
হবিবপুরে শান্তিপুর লোকালের ধাক্কায় মৃত 2 - লোকাল ট্রেনের ধাক্কায় মৃত 2
বাইকে রেললাইন পার করার সময় দুর্ঘটনাটি ঘটে। শিয়ালদার দিক থেকে দ্রুতগতিতে আসা শান্তিপুর লোকাল তাঁদের ধাক্কা মারে।
![হবিবপুরে শান্তিপুর লোকালের ধাক্কায় মৃত 2 Ranaghat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:43:16:1605262396-wb-nad-03-ranaghat-rail-accident-7205731-13112020153302-1311f-1605261782-1049.jpg)
বিশ্বজিৎ বিশ্বাস পেশায় সুদের কারবারি। পরিবারের তরফে জানা যায় গতকাল রাতে পাওনা টাকা আদায় করার জন্য রাঘবপুর পূর্বপাড়া এলাকায় গিয়েছিলেন তিনি। হবিবপুরের রাঘবপুর এলাকায় সঞ্জিত মণ্ডলকে সঙ্গে তাঁর দেখা হয়। তাঁকে নিয়েই বাইকে রেললাইন পার করার সময় দুর্ঘটনাটি ঘটে। শিয়ালদার দিক থেকে দ্রুতগতিতে আসা শান্তিপুর লোকাল তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থানেই উভয়ের মৃত্যু হয়। সকালে স্থানীয় বাসিন্দারা দেহ দুটি দেখতে পান।
এরপরই স্থানীয়দের তরফে GRP-কে খবর দেওয়া হয়। মৃতদেহ দুটি রানাঘাট GRP ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনা তদন্ত করছেন রানাঘাট GRP-এর আধিকারিকেরা।