পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

30 লাখ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, গ্রেপ্তার 2 - রঘুনাথগঞ্জ

গাড়িটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 50 হাজার ইয়াবা ট্যাবলেট।

Murshidabad
Murshidabad

By

Published : Nov 13, 2020, 9:21 PM IST

রঘুনাথগঞ্জ, 13 নভেম্বর : 30 লাখ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আজ 34 নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে ওই দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে 50 হাজার ইয়াবা ট্যাবলেট। ধৃত দুই ব্যক্তির নাম তপন বিশ্বাস ও বাপ্পা ঘোষ। উভয়ে নদিয়া থানা এলাকার বাসিন্দা।

জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, ধৃতরা গুয়াহাটি থেকে ট্যাবলেটগুলি আনছিল। গোপন সূত্রে খবর পেয়ে উমরপুরে নাকা চেকিং চলাকালীন গাড়িটিকে আটক করে পুলিশ। চারচাকা গাড়িটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 50 হাজার ইয়াবা ট্যাবলেট। বাজেয়াপ্ত মাদকের বাজার মূল্য 30 লাখ টাকা। গাড়িটিকেও আটক করেছে পুলিশ।

মুলত ইয়াবা ট্যাবলেট এদেশে আসে মায়ানমার থেকে। পাচারকারীরা কখনও সড়ক পথ কখনও সীমান্ত পার করে এই মাদক আমদানি বা রপ্তানি করে থাকে।

ABOUT THE AUTHOR

...view details