পুরুলিয়া, 12 মার্চ : হোটেলের পাশে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার । পুরুলিয়া মফস্বল থানার শ্যামপুর গ্রামের ঘটনা । গ্রামের অদূরেই একটি হোটেলের পাশ থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয় ।
যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার - youth dead body found
হোটেলের পাশে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার । উদ্ধার হওয়া দেহটির মুখে একাধিক ক্ষতচিহ্ন থাকায় এখনও যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, যুবকের বয়স আনুমানিক 24-এর কাছাকাছি । বৃহস্পতিবার সকালে 9টা নাগাদ দেহটি উদ্ধার হয় । কিন্তু, উদ্ধার হওয়া দেহটির মুখে একাধিক ক্ষতচিহ্ন থাকায় যুবকের পরিচয় জানতে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশকে । দেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ ।
সকালে শ্যামপুর গ্রামের কাছে হোটেলের পাশের জমি থেকে যুবকের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ দেখতে পায় এলাকাবাসী । তারাই খবর দেয় স্থানীয় থানায় । ঘটনাস্থানে এসে দেহ উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় পুলিশ । তবে ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবককে খুন করা হয়েছে । কীভাবে ওই যুবকের মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে পুলিশ ।