পুরুলিয়া, 5 সেপ্টেম্বর: গয়নার শো-রুমে ডাকাতির সাতদিন পেরোতে না পেরোতেই ফের ডাকাতির চেষ্টা পুরুলিয়া শহরে ৷ এবার একেবারে ফিল্মি কায়দায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির ছক । যদিও অ্যালার্মের আওয়াজ শুনে ব্যাংক থেকে বেরিয়ে যায় দুষ্কৃতী ৷ জানা গিয়েছে, অনলাইনে অত্যাধুনিক সরঞ্জাম কিনে একাই ডাকাতি করতে ব্যাংকের দরজা কেটে প্রবেশ করে ভিতরে ঢোকে ওই দুষ্কৃতী । এরপর ব্যাংকের ভিতরে থাকা এমারজেন্সি অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি ব্যাংক থেকে বেরিয়ে যায় সে ৷
ব্যাংকের ভিতরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুরুলিয়ার হুড়া থানা এলাকার এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির চেষ্টায় এক যুবককে গ্রেফতার করে পুলিশ । ধৃতের নাম সামির আনসারি । বাড়ি পুরুলিয়া হুড়া থানার দুমদুমি গ্রামে । তবে অষ্টম শ্রেণি উত্তীর্ণ এই যুবকের ডাকাতির ছক দেখে চিন্তিত পুলিশ প্রশাসন ৷ ব্য়াংকে ডাকাতির ঘটনাটি শনিবার রাতে ঘটলেও সোমবার রাতে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ।