পুরুলিয়া, ২২ ফেব্রুয়ারি : ট্রেনে সন্তান প্রসব করলেন এক মহিলা। গতরাতে পুরুলিয়ার অনিতা মাঝি ট্রেনেই এক পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে তারা আদ্রা রেল হাসপাতালে ভরতি। আপাতত দু'জনেই সুস্থ আছে বলে জানা গেছে।
ট্রেনেই সন্তানের জন্ম দিলেন পুরুলিয়ার অনিতা
গতরাতে পুরুলিয়ার অনিতা মাঝি ট্রেনেই এক পুত্রসন্তানের জন্ম দেন। ট্রেনটি আদ্রা রেল স্টেশনে পৌঁছালে মেডিকেল টিম ওই মহিলা ও সদ্যোজাতকে স্থানীয় আদ্রা রেল হাসপাতালে ভরতি করে।
অনিতা মাঝি
গতরাত ১১টা নাগাদ হাওড়া-চক্রধরপুর লোকালে উঠেছিলেন পুরুলিয়ার বেলগুমার বাসিন্দা অনিতা। হঠাৎই চলন্ত ট্রেনের মধ্যে ওই মহিলার প্রসব যন্ত্রণা ওঠে। সেখানেই সন্তানের জন্ম দেন তিনি। এরপর বিষয়টি ট্রেনের নিরাপত্তারক্ষীদের জানানো হয়। ট্রেনটি আদ্রা রেল স্টেশনে পৌঁছালে মেডিকেল টিম ওই মহিলা ও সদ্যোজাতকে স্থানীয় আদ্রা রেল হাসপাতালে ভরতি করে। রেল সূত্রের খবর, বর্তমানে মা ও সদ্যোজাত দু'জনেই এখন সুস্থ আছে।