পুরুলিয়া, 15 ডিসেম্বর :গ্রামে পৌঁছায়নি পানীয় জলের পাইপ লাইন । মূলত নলকূপের উপরেই ভরসা সাধারণ মানুষের । ফলে দীর্ঘদিন জলকষ্ট ভুগছেন পুরুলিয়া জেলার মানবাজার মহাকুমার পুঞ্চা থানার অন্তর্ভুক্ত মানবাজার-1 নম্বর ব্লকের অন্তর্গত পায়রাচালী গ্রামের বাসিন্দারা । তাই এবার পাইপ লাইনের মাধ্যমে জল সরবারহের দাবি তুলে বুধবার সকাল থেকে আমরণ অনশনে বসলেন পায়রাচালী গ্রামের মহিলা সমিতির সদস্যারা (women are in fasting demanding pipe line water service)।
সামনেই কাঁসাই নদী থাকা সত্ত্বেও এই অঞ্চলে এখনও পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবারহের ব্যবস্থা করা হয়নি । ফলে জলকষ্ট এখন নিত্যদিনের সঙ্গী (Water Crisis in Purulia) । আর সেই কারণেই এদিন অনশন আন্দোলনে সামিল হন মহিলারা । এবিষয়ে পায়রাচালী গ্রামের বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত দফতরে আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি ৷ আর তাই বাধ্য হয়েই বুধবার অনশনে সামিল হন তাঁরা ৷ দীর্ঘ 5 ঘন্টা অনশন চলার পর ঘটনাস্থলে পৌঁছান মানবাজার এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পিএইচই আধিকারিক ।