পুরুলিয়া, 6 এপ্রিল: শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় রহস্য উন্মোচন করল পুলিশ ৷ স্ত্রী তাঁর প্রেমিকের পরামর্শে ব্যক্তিকে খুন করেছে বলে জানা গিয়েছে ৷ এমনকী প্রেমিকের পরামর্শে খুনের পর স্বামীর যৌনাঙ্গও কেটে নেন স্ত্রী ৷
প্রসঙ্গত, পুরুলিয়া জেলার জয়পুর থানা এলাকার রাঙুনিটাড় গ্রামে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছিল স্ত্রীর বিরুদ্ধে । সেপটিক ট্যাংক থেকে দেহ উদ্ধারের এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল । বৃহস্পতিবার সেই খুনের কিনারা করল পুরুলিয়া জেলা পুলিশ । এই বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, 20 মার্চ জুড়ন মাহাতো (45) নামে এক ব্যক্তি নিখোঁজ হন । এরপর 22 মার্চ তাঁর স্ত্রী উত্তরা ও বড় ছেলে অপূর্ব মাহাতো থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন । তদন্তে নেমে 25 মার্চ বাড়ির বাইরে থাকা শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরের দিন তাঁর স্ত্রীকে গ্রেফতার করে । তাকে হেফাজতে নিয়ে মঙ্গলবার তার প্রেমিক ক্ষেত্রপাল মাহাতোকে গ্রেফতার করা হয় ।