পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Purulia Elephant Attack : ভাগ্নের বিয়েতে এসেছিলেন, পুরুলিয়ায় হাতির হানায় প্রাণ গেল ঝাড়খণ্ডের মহিলার - woman killed in elephant attack in purulia

পুরুলিয়ার জয়পুর থানা এলাকায় হাতির আক্রমণে প্রাণ যায় এক মহিলার (woman killed in elephant attack in purulia) ৷ নাম বেবি দেবী ৷ তিনি বিয়েবাড়ি এসেছিলেন অতিথি হিসাবে ৷

Woman Died In Elephant Attack news
হাতির হানায় প্রাণ গেল এক মহিলার

By

Published : May 11, 2022, 1:21 PM IST

জয়পুর (পুরুলিয়া), 11 মে : হাতির আক্রমণে প্রাণ গেল এক মহিলার । বুধবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার জয়পুর থানা এলাকায় (woman killed in elephant attack in purulia)। মহিলার নাম বেবি দেবী ৷ বয়স 46 ৷ আদতে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার মহদা থানা এলাকার হরিহরপুর গ্রামের বাসিন্দা তিনি ৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া ৷

জানা গিয়েছে, ভাগ্নের বিয়েতে পুরুলিয়ার জয়পুরের একটি গ্রামে এসেছিলেন বেবি দেবী । বুধবার ভোরে হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ হারালেন ওই মহিলা । ওই গ্রামের বাসিন্দা শিক্ষক পশুপতি মাহাতো বলেন, "আজ অতি ভোরে শৌচকর্ম সারতে গিয়ে আচমকা হাতির সামনে পড়ে যান বেবি দেবী । সেই সময় হাতিটি তাঁকে শুড়ে পেঁচিয়ে আছাড় মারে এবং পদপিষ্ট করে মেরে ফেলে ।"

আরও পড়ুন :মহুয়া কুড়াতে গিয়ে হাতির হামলায় মৃত্যু মহিলার

বেবি দেবীকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন । এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । একইসঙ্গে লোকালয়ে হাতি চলে আসায় আতঙ্কিত এলাকার মানুষও । হাতিটি বর্তমানে ঝাবকাডির জঙ্গলে আশ্রয় নিয়েছে বলে জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details