পুরুলিয়া, 30 নভেম্বর: বাঁচানো গেল না কুয়োয় ধস নেমে চাপা পড়ে যাওয়া ইন্দ্রাণী সিং গঞ্জুকে (Purulia Woman Dies)। গতকাল সকালে পুরুলিয়ার ঝালদা থানা এলাকার মাঘা গ্রামে কুয়োর পাড়ে বসে কাজ করছিলেন তিন মহিলা (Purulia news)৷ কেউ বাসন মাজছিলেন, কেউ শাক সবজি ধুচ্ছিলেন ৷ তখনই হঠাৎ কুয়োয় ধস নামে (Sudden collapse of well)। দুই মহিলা একটু দূরে থাকায় কোনও মতে বেঁচে গেলেও মাটি চাপা পড়ে যান ইন্দ্রাণী সিং গঞ্জু নামে 37 বছর বয়সি এক মহিলা ।
দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ৷ সন্ধ্যার সময় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ইন্দ্রাণী দেবীর স্বামী, এক কন্যা ও তিন পুত্র ঘটনার আকস্মিকতায় শোকে পাথর হয়ে গিয়েছেন ।