পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Purulia Woman Dies: ঝালদায় কুয়োয় আচমকা ধস, মাটি চাপা পড়ে মৃত্যু মহিলার - মহিলার মৃত্যু

পুরুলিয়ার (Purulia news) ঝালদায় কুয়োয় আচমকা ধস (Sudden collapse of well) নেমে মাটি চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার ৷ 37 বছর বয়সি ওই মহিলার নাম ইন্দ্রাণী সিং গঞ্জু (Purulia Woman Dies)৷

woman-dies-after-sudden-collapse-of-well-in-purulia
ঝালদায় কুয়োয় আচমকা ধস, মাটি চাপা পড়ে মৃত্যু মহিলার

By

Published : Nov 30, 2022, 2:51 PM IST

পুরুলিয়া, 30 নভেম্বর: বাঁচানো গেল না কুয়োয় ধস নেমে চাপা পড়ে যাওয়া ইন্দ্রাণী সিং গঞ্জুকে (Purulia Woman Dies)। গতকাল সকালে পুরুলিয়ার ঝালদা থানা এলাকার মাঘা গ্রামে কুয়োর পাড়ে বসে কাজ করছিলেন তিন মহিলা (Purulia news)৷ কেউ বাসন মাজছিলেন, কেউ শাক সবজি ধুচ্ছিলেন ৷ তখনই হঠাৎ কুয়োয় ধস নামে (Sudden collapse of well)। দুই মহিলা একটু দূরে থাকায় কোনও মতে বেঁচে গেলেও মাটি চাপা পড়ে যান ইন্দ্রাণী সিং গঞ্জু নামে 37 বছর বয়সি এক মহিলা ।

দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ৷ সন্ধ্যার সময় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ইন্দ্রাণী দেবীর স্বামী, এক কন্যা ও তিন পুত্র ঘটনার আকস্মিকতায় শোকে পাথর হয়ে গিয়েছেন ।

শোকস্তব্ধ মৃতার পরিবার

সদ্য মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা ফুলকুমারী সিং গঞ্জু বললেন, "চোখের সামনে তলিয়ে গেল বৌদি ৷ কোনও ভাবে তাঁকে বাঁচাতে পারলাম না ৷ এখন ওর চারটে ছোট ছোট ছেলে-মেয়ে রয়েছে ৷ ওঁদের মুখের দিকে তাকানো যাচ্ছে না । একটা কিছু সুরাহা যদি ওদের করে দেয় সরকার, তাহলে ওরা বেঁচে যায় ।"

ঝালদায় কুয়োয় আচমকা ধস, মাটি চাপা পড়ে মৃত্যু মহিলার

আরও পড়ুন:বিয়ের 6 মাসের মাথায় বধূর মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

মৃতার স্বামী অমর সিং গঞ্জু বললেন, "আমি বাড়িতে ছিলাম না ৷ চাষের কাজে গিয়েছিলাম । কোথা থেকে যে কী হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল ।"

ABOUT THE AUTHOR

...view details