পুরুলিয়া, 7 এপ্রিল : ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলায় নয়া মোড় (Councillor Tapan Kandu Murder case) । এই খুনের ঘটনায় গত 4 এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দেয় কালকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ ৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য সরকার (State Govt appeals HC Division Bench challenging CBI probe into Tapan Kandu Murder case) ৷ রাজ্যের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু (Purnima Kandu, wife of Tapan Kandu criticises WB Government) ৷ রাজ্য সরকারকে একহাত নিয়েছেন তিনি ৷
এই নিয়ে প্রতিক্রিয়া দিতে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, রাজ্য পুলিশ নিজেরা বাঁচতে সিবিআই তদন্তে বাধা দিচ্ছে ৷ তাঁর কথায়, "যখন সিবিআই টিম ঢুকে গিয়েছে তখন তদন্তে বাধা দেওয়ার মানে কি? তাহলে তারা নিজেরা বাঁচার জন্য বাধা দিচ্ছে । কারণ সিবিআই তদন্ত হলে বড় বড় মাথারা ধরা পড়বে । রামপুরহাটের সময় তো বাধা দেওয়া হল না? তাহলে কি আমার স্বামী কংগ্রেস করতেন বলেই বাধা দেওয়া হচ্ছে?"