পুরুলিয়া,16 এপ্রিল :ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় ধৃত সত্যবান প্রামাণিকের সঙ্গে দেখা করতে অস্থায়ী সিবিআই ক্যাম্পে এলেন তার স্ত্রী বিমলা প্রামাণিক ও ছেলে সৌরভ প্রামাণিক(Jhalda Councillor Murder Case)।
শনিবার ঝালদা ফরেস্ট গেস্ট হাউসের অস্থায়ী সিবিআই ক্যাম্পে এসে সত্যবান প্রামাণিকের ওষুধপত্র দিয়ে যান তাঁরা, শারীরিক খোঁজখবরও নেন ৷ প্রসঙ্গত, গত 12 এপ্রিল সত্যবান প্রামাণিককে গ্রেফতার করলে জেলা আদালত অভিযুক্তকে সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক । এরপরই নিজেদের হেফাজতে নিয়ে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালান সিবিআই তদন্তকারী অফিসাররা। শনিবার সত্যবান প্রামাণিকের স্ত্রী ও ছেলে তাঁর শারীরিক খোঁজ-খবর নেওয়ার জন্য সিবিআই অস্থায়ী ক্যাম্পে আসেন। সিবিআই আধিকারিকরা সত্যবানের সঙ্গে তাঁদের কথাও বলান ।