পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Purulia Municipality Chairman : পুরুলিয়ার তিন পৌরসভায় চেয়ারম্যান পদে কারা ? - who is the chairman three municipalities of purulia

পুরুলিয়া জেলার তিনটি পৌরসভার চেয়ারম্যান পদে কারা আসীন হবেন তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে (Chairman Of Purulia Municipality)। পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন নবেন্দু মাহালি ।

Purulia Municipality Election
পুরুলিয়ার তিন পৌরসভায় চেয়ারম্যান পদে কে

By

Published : Mar 12, 2022, 10:03 AM IST

পুরুলিয়া, 12 মার্চ : পুরুলিয়া জেলার তিনটি পৌরসভার চেয়ারম্যান পদে কে আসীন হবেন তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে জেলাজুড়ে । নজরে রয়েছে পুরুলিয়া, ঝালদা এবং রঘুনাথপুর পৌরসভা ৷

প্রথমেই আসি পুরুলিয়া পৌরসভার কথায় (Chairman Of Purulia Municipality)। এখানে পৌরপ্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন নবেন্দু মাহালি । কারণ, তিনি নির্বাচনের আগে পৌরপ্রশাসকের দায়িত্ব পালনে নজর কেড়েছেন জেলাবাসীর । এছাড়াও পৌরভোটে তিনি হারিয়েছেন পুরুলিয়ার বিজেপি বিধায়ককে, যা তাঁকে পৌরপ্রধান হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । তাই পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান পদে যে তাঁর ধারে কাছে কেউ নেই তা বলাই যায় ।

যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নবেন্দু মাহালি । তিনি বলেন,"এই বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে । মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন ।" ঝালদা পৌরসভায় তৃণমূল ও কংগ্রেস দু'দলই পাঁচটি করে আসনে জয়ী হয়েছে । নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন দু'টি আসনে । তার মধ্যে একজন নির্দল থেকে তৃণমূলে যোগদান করার ফলে এখন তৃণমূল কংগ্রেস সেখানে বেড়ে দাঁড়িয়েছে 6 । যদিও সেখানে বোর্ড কে গঠন করবে তা এখনও চূড়ান্ত নয় ।

আরও পড়ুন: বিজেপি বিধায়ককে হারিয়ে এখন পুরুলিয়ার 'হিরো' নবেন্দু

রঘুনাথপুর পৌরসভাও নিজেদের দখলে রেখেছে তৃণমূল । তবে এখানেও পৌরপ্রধান হিসেবে একাধিকজনের নাম উঠে আসছে । এই বিষয়ে এখন মুখ খুলতে নারাজ কেউই । তাই পুরুলিয়া জেলায় তিনটি পৌরসভার চেয়ারম্যান কে হচ্ছেন তা জানতে এখন অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ।

ABOUT THE AUTHOR

...view details