পুরুলিয়া, 11 মার্চ : উচ্চ আদালতের নির্দেশে পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন পত্র বহাল থাকল। গতকাল স্ক্রুটনির পর তাঁর মনোনয়ন পত্র বাতিল করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র বাতিল হওয়ার তথ্যও উঠে আসে ।
এর পরই নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় তৃণমূল । আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট তৃণমূলের পক্ষে রায় দেয় এবং তৃণমূল প্ৰার্থীর মনোনয়নপত্র বহাল থাকার নির্দেশ দেয় । আদালতের রায়ে স্বস্তি মিলল জেলা তৃণমূলে । এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন জেলা তৃণমূল মুখপাত্র নবেন্দু মাহালি।