পুরুলিয়া, 14 মার্চ : "দুর্গাপুজোয় বিসর্জন করতে দেয় না, অথচ ভোটের সময় চন্ডীপাঠ করছেন মমতা " পুরুলিয়ার জনসভায় তৃণমূল সুপ্রিমোকে এমনভাবেই নিশানা করলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ।
আজ মানবাজার বিধানসভা কেন্দ্রের পুঞ্চা থানার লৌলাড়ায় সভা করেন স্মৃতি ইরানি । বিজেপি প্রার্থী গৌরী সিং সর্দারের সমর্থনে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত করা হয়েছিল । পুঞ্চা থানার শিলাই ময়দানে হেলিকপ্টারে নামেন তিনি । সেখান থেকে পৌঁছান সভাস্থলে । জনসভার পর আবার ওই স্থান থেকেই কপ্টারে করে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন । জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, মানবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী সিং সর্দার, জেলা বিজেপি মহিলা মোর্চা নেত্রী কাবেরী চ্যাটার্জী, জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা সহ অন্যান্যরা । এদিন সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে কটাক্ষ করেন বিজেপি নেত্রী ।