পুরুলিয়া , 9 মার্চ : রাজ্যের প্রথম দফা ভোট আগামী 27 মার্চ ৷ আর তার আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ ৷ শেষদিনেই মনোনয়নপত্র জমা দিলেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী সুদীপ মুখ্যোপাধ্যায় এবং তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় ৷
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সুজয় বন্দ্যোপাধ্যায় ছোট্ট একটি জমায়েত করেন ৷ অন্যদিকে সুদীপ মুখ্যোপাধ্যায় পুরুলিয়া শহরে জুবিলি ময়দানে বিজেপি নেতাকর্মীদের সঙ্গে একত্রিত হন ৷ পরে তিনি তাঁদের নিয়ে মিছিল করেন ৷ দু'জনেই শোনান নির্বাচনে জিতলে তাঁরা সাধারণের জন্য কী কী করবেন ৷