পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমরা চাই সন্ত্রাসবাদ নির্মূল হোক, বললেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা - terrorism

পৃথিবীর কোনও দেশই যুদ্ধ চায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে হবে। তাহলেই সাউথ এশিয়াসহ গোটা বিশ্বে শান্তি ফিরবে। বললেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা।

অরূপ রাহা

By

Published : Feb 28, 2019, 5:47 PM IST

পুরুলিয়া, ২৮ ফেব্রুয়ারি : "পৃথিবীর কোনও দেশই যুদ্ধ চায় না। আমরা চাই সন্ত্রাসবাদ নির্মূল করতে। এই কারণেই ভারতের তরফে এই স্ট্রাইক করা হয়েছে।" আজ সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় কনভোকেশনে উপস্থিত হয়ে একথা বললেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা। তিনি সাংবাদিকদের আরও সংযতভাবে কাজ করতে অনুরোধ করেন।

শুনুন বক্তব্য

অরূপবাবু বলেন, "এই সন্ত্রাসবাদের উৎস সারা বিশ্বকে জানানো প্রয়োজন ছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে হবে। তাহলেই সাউথ এশিয়াসহ গোটা বিশ্বে শান্তি ফিরবে।"

তিনি জানান, জঙ্গিদের মূল ঘাঁটিতে ভারতের তরফে অভিযান চালানো হয়েছিল। বর্তমানে দেশের পরিস্থিতি খারাপ হয়েছে। যুদ্ধকালীন যে পরিস্থিতি চলছে তা দেশের জন্য ভালো নয়। যুদ্ধবিগ্রহ আমাদের মূল উদ্দেশ্য নয়। তবে আমরা চাই জঙ্গি প্রবেশ ঠেকাতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details