পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট চাইছে মানুষ : বাবুল - bjp

পুরুলিয়ায় ভোট প্রচারে এসে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্য়োপাধ্য়ের তুলোধনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রীয়, পাশাপাশি পুলিশকে নিরপেক্ষ থাকার পরামর্শ দিয়েছেন তিনি

সভায় বক্তব্য রাখছেন বাবুল

By

Published : May 8, 2019, 3:35 PM IST

পুরুলিয়া, 8মে: পুরুলিয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতর সমর্থনে কাশীপুরে সভা করলেন বাবুল সুপ্রিয়। সভায় তৃণমূল কংগ্রস ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তীব্র সমালোচনা করলেন তিনি।

সভায় বাবুল বলেন,"বাংলার বহু জায়গায় মানুষের প্রতিবাদ কিন্তু আজ তৃণমূলের বিরুদ্ধে জনজাগরণের চেহারা নিয়েছে । যেখানে মানুষ বলছে আমাদের কেন্দ্রীয় বাহিনী দিন আর আমাদের ভোট নিন । পশ্চিমবঙ্গ এর আগে আর কখনও এইরকম দেখেনি । মানুষ বলছে আমরা পুলিশের উপর ভরসা রাখতে পারি না। সেই জন্য আমরা পুলিশ কাকুদের বলছি আপনাদেরও টেন পারসেন্ট DA বাকি, আমাদের সঙ্গে হাঁটবে নাকি ?

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

বাবুল আসানসোল কেন্দ্রের TMC প্রার্থী মুনমুনকে কটাক্ষ করে বলেন,"ওনার যত শক্তি আছে, পুলিশ, প্রশাসন,গুন্ডা, মাফিয়া সবাইকে উনি নামিয়ে দিয়েছিলেন, কিন্তু আসানসোলে উনি জিততে পারবেন না। এমন অবস্থা যে এখনও বলতে হচ্ছে আমার মায়ের আত্মার জন্য ভোট দিন। আরে বাবা জীবন্ত মানুষের আত্মা যে অখুশি রয়েছে তাদের কী হবে? যাদের টাকা আপনি দিনের পর দিন চুরি করেছেন ?"

12 মে পুরুলিয়ায় নির্বাচন। সেখানে প্রার্থী তৃণমূল কংগ্রেসের ডাঃ মৃগাঙ্ক মাহাত, ভারতীয় জনতা পার্টির জ্যোতির্ময় সিং মাহাত, কংগ্রেসের নেপাল মাহাত, এবং ফরোয়ার্ড ব্লকের বীরসিংহ মাহাত।

ABOUT THE AUTHOR

...view details