পুরুলিয়া, 16 মার্চ : "বাংলায় পরিবর্তন হয়েই গিয়েছে ৷ কারণ মমতা দিদিও চণ্ডীপাঠ করছেন ৷ এখানেই বিজেপি পরিবর্তন করে দিয়েছে ৷" পুরুলিয়ার বলরামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ যোগীর কথা, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধিরা মন্দিরে গিয়ে ভগবানের শরণাপন্ন হচ্ছেন ৷ এটাই নতুন ভারত ৷
বক্তব্যের মাঝে তৃণমূল নেত্রীকে একহাত নিয়ে তিনি বলেন, "মমতা দিদি জয় শ্রীরাম শুনলে রেগে যান । আর এখানে আমাকে জয় শ্রী রাম বলেই স্বাগত জানানো হয়েছে । এখন মমতা দিদিও মন্দিরে গিয়ে চণ্ডীপাঠ করছেন । এটাই পরিবর্তন, এটাই নতুন ভারত । প্রত্যেক মানুষকে ভগবানের স্মরণে যেতেই হবে ।" একইসঙ্গে রাহুল গান্ধি প্রসঙ্গে তিনি বলেন, "কংগ্রেস নেতা রাহুল গান্ধিও নির্বাচনের সময় মন্দিরে যান । মন্দিরে গিয়ে নমাজ পড়ার মতো বসে পড়েন । মন্দিরে কীভাবে বসতে হয় সেটাও জানেন না ।"
আরও পড়ুন : প্রার্থী নিয়ে বাড়ছে ক্ষোভ, রাজ্য নেতৃত্বের সঙ্গে রাতভর বৈঠক শাহর
তাঁর অভিযোগ, স্বাধীনতার পর থেকে কংগ্রেস, সিপিএম আর বর্তমানে তৃণমূল সরকার বাংলাকে খোকলা করে দিয়েছে । পুরুলিয়ার বলরামপুরে বিজেপি প্রার্থী বাণেশ্বর মাহাতর সমর্থনে এসে বিশ্বাসের সুরে তিনি বলেন, "2 মে তৃণমূল সরকারের বিদায় সুনিশ্চিত । বাংলায় সরকার গড়বে বিজেপি ৷" পাশাপাশি পুরুলিয়ায় রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো তিন বিজেপি কর্মী হরিরাম মাহাত, কামিনী টুডু এবং মণিকা কুমারের কথা উল্লেখ করেন তিনি ৷ বলেন, "বিজেপি ক্ষমতায় এলে দোষীদের অবশ্যই সাজা হবে ৷"
পুরুলিয়ার সভায় যোগী আদিত্যনাথ বিজেপি সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের নামে প্রশংসা করে তিনি বলেন, "'সবকা সাথ সবকা বিকাশ মোদিজির মন্ত্রে গরিব মানুষকে বাড়িঘর, বিদ্যুৎ সুবিধা, কৃষকদের সম্মান দিয়েছে ৷ তৃণমূল সরকার কেন্দ্র সরকারের সুযোগ সুবিধা থেকে বাংলাকে বঞ্চিত করে রেখেছে । বাংলাকে তৃণমূল, কমিউনিস্ট আর কংগ্রেসের গুন্ডাগিরির রাজ্য হতে দেওয়া যাবে না । আর তাই আরও একবার সবাইকে লড়াইয়ের পথে নামতে হবে ।"