বোঙ্গাবাড়ি, 10 ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের দলীয় কার্যালয় উদ্বোধনকে ঘিরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব পুরুলিয়ায় । পুরুলিয়া 2 নম্বর ব্লকের বোঙ্গাবাড়ি এলাকায় পুরানো একটি কার্যালয় রয়েছে । এরপরেও ব্লক সভাপতির অনুমোদন না নিয়েই ওই এলাকায় নতুন করে আরও একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন হয় ।
বোঙ্গাবাড়ি এলাকায় জেলা পরিষদ পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ হলধর মাহাতোর উদ্যোগে এই নতুন তৃণমূল কার্যালয়ের উদ্বোধন হয় । রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল । মন্ত্রী শান্তিরাম মাহাতো ছাড়া এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল না জেলা সভাপতি, ব্লক সভাপতি এবং জেলা তৃণমূল মুখপত্রকে । বেআইনিভাবে কার্যালয়ের উদ্বোধন করে তৃণমূলের একাংশ নিজস্বতা করতে চাইছে বলে অভিযোগ ব্লক সভাপতি কাঞ্চন দিগরের । অন্যদিকে, কার্যালয় প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা জেলা পরিষদ পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ হলধর মাহাতোর দাবি, "কোথাও কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। পুরানো কার্যালয়গুলি গ্যারেজে পরিণত হয়েছে, তাই নতুন কার্যালয় প্রতিষ্ঠা করা হল ।"
প্রসঙ্গত, বিগত বিধানসভা নির্বাচনে পুরুলিয়া বিধানসভা আসনে পরাজিত হয়েছিল তৃণমূল । তৎকালীন ওই বিধানসভা এলাকায় জয়ী কংগ্রেস নেতা প্রদীপ মুখোপাধ্যায় বর্তমানে বিজেপিতে যোগদান করেছেন । বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই 2 নম্বর ব্লক নেতৃত্বের মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় । বিগত লোকসভা নির্বাচনে তা বাড়তে থাকে । আজ 2 নম্বর ব্লকের বোঙ্গাবাড়ি এলাকায় ব্লক সভাপতি এবং জেলা সভাপতির সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বের অনুপস্থিতিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে গোষ্ঠীদ্বন্দের আঁচ আরও বাড়িয়ে দিল । যদিও প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দের কথা অস্বীকার করেছেন মন্ত্রী শান্তিরাম মাহাতো এবং জেলাপরিষদ পূর্ত ও পরিবহন কর্মদ্ধক্ষ হলধর মাহাতো ।