পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় বিবেক দুবের বৈঠক, নজরদারিতে ক্লোজ়ড সার্কিট ক্যামেরা - pre-election situation

আগামীকাল ষষ্ঠ দফার নির্বাচন । তাই আজ পুরুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখলেন নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। পুরুলিয়ার সার্কিট হাউজ়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তিনি । এরপর জেলার নির্বাচন দপ্তর ও পুলিশের আধিকারিকদের সঙ্গেও আলাদা করে বৈঠক করেন।

বিবেক দুবে

By

Published : May 11, 2019, 7:52 PM IST

Updated : May 11, 2019, 8:26 PM IST

পুরুলিয়া, 11মে : ষষ্ঠ দফার নির্বাচনের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে পুরুলিয়া গেলেন নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । আজ দুপুরে পুরুলিয়ার সার্কিট হাউজ়ে সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তিনি । এরপর জেলার নির্বাচন আধিকারিক ও পুলিশের আধিকারিকদের সঙ্গেও আলাদা করে বৈঠক করেন।

আগামীকাল ষষ্ঠ দফার নির্বাচন । তাই আজ পুরুলিয়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন বিবেক দুবে। বৈঠক শেষে তিনি বলেন, "বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগের কথা মাথায় রেখে জেলার ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে । জেলাজুড়ে রুট মার্চ চলছে। জেলার সীমান্তগুলি দিয়ে যাতে অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারে তার জন্য বিশেষ নজরদারি চালানো হচ্ছে। জেলায় ঢোকার সব রাস্তাতেই নাকা চেকিং চলছে। সেখানে ক্লোজ়ড সার্কিট ক্যামেরাও রাখা হয়েছে। বাইরে থেকে যারা শহরে ঢুকছে তাদের কাছে উপযুক্ত পরিচয়পত্র আছে কি না তা জানতে চাওয়া হচ্ছে ।"

ভিডিয়োয় শুনুন বিবেক দুবের বক্তব্য

কমিশনের বৈঠকে আজ কংগ্রেস নেতা উত্তম ব্যানার্জি বলেন , "তৃণমূলের নেতা অভিষেক বন্দোপাধ্যায় ও শান্তনু সেন ঝালদার এক বেসরকারি হোটেলে ক্যাম্প করে পুলিশ আধিকারিকদের সঙ্গে ব্যক্তিগত মিটিং করছে । তাদের অবিলম্বে জেলা থেকে তাড়ানো দরকার । এই বিষয়ে বিবেক দুবে বলেন, "অভিযোগ যাচাই করা হবে। হোটেলগুলিতে তল্লাশি অভিযান চালানো হবে । অভিযোগ সত্য হলে অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে ।"বৈঠকে তৃণমূল নেতা নবেন্দু মাহালীর বলেন, "পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা পুরুলিয়ায় এসে দাঙ্গা করছে ও বুথ লুট করছে । তাই অবিলম্বে ঝাড়খণ্ড সীমান্তে নজরদারি বাড়ানো দরকার । একই সঙ্গে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার ।" BJP নেতা বিবেক রাঙা বলেন, "জেলার সমস্ত বুথকে অতি স্পর্শকাতর ঘোষণা করা উচিত ছিল । কারণ ভোটের সময় জেলায় বুথ লুট হয়েই থাকে । তাই পুলিশের নিরাপত্তা বাড়ানো উচিত ।" সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন বিবেক দুবে।

Last Updated : May 11, 2019, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details