পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Awas Yojona: আবাস যোজনা তালিকায় নাম না-তালিকায় পথ অবরোধ, 18 জনকে আটক করল পুলিশ - পুরুলিয়ার খবর

আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিক্ষোভ এলাকাবাসীর(Villegers block Road) ৷ বাঘমুন্ডিতে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মাঠ গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ ৷ আটকে পড়ে পর্যটকরা ৷ পুলিশ হস্তক্ষেপে ওঠে বিক্ষোভ ৷

Awas Yojona
আবাস যোজনা তালিকায় নাম না থাকায় পথ অবরোধ

By

Published : Dec 30, 2022, 10:55 PM IST

পুরুলিয়া, 30 ডিসেম্বর: আবাস যোজনার তালিকায় নাম না থাকায় দিনভর পুরুলিয়া জায়গা জুড়ে বিক্ষোভ (Villegers block Road)৷ শুক্রবার বাঘমুন্ডি এলাকায় প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মাঠা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ জন । অযোধ্যা পাহাড়ে যাওয়া বহু পর্যটক আটকে পড়েন অবরোধের জেরে । পরে পুলিশ জোর করে অবরোধ তুলে দেয় । এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ স্থানীয়দের । 9 বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ ৷ অন্যদিকে পুরুলিয়া মফস্বল থানা এলাকায় অঙ্গনওয়াড়ি কর্মীদের আটকে রাখার ঘটনায় পুলিশ 4 জনকে আটক করেছে।

এই প্রসঙ্গেই পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "আবাস যোজনা নিয়ে ক্ষোভের জেরে 18 জন আটক করা হয়েছে ৷" যদিও ঘটনার সঙ্গে তারা কে কীভাবে জড়িত সেই বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার । যদিও আবাস যোজনা নিয়ে মানুষের যে ক্ষোভ রয়েছে তা মেনে নিয়েছেন পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া (PM Awas Yojana List Controversy in Purulia)। তিনি বলেন, "মানুষের যে ক্ষোভ রয়েছে সেটা সত্যি । অনেক ক্ষেত্রে যোগ্য ব্যক্তিরা বাদ পড়েছেন ঘরের তালিকা থেকে । কেন্দ্রীয় সরকার দিন দিন নতুন নতুন আইন বের করছে । আগামী পঞ্চায়েত ভোটে মানুষ এর জবাব দেবে ৷"

আরো পড়ুন: অব্যাহত আবাস যোজনা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ, পুরুলিয়ায় পঞ্চায়েত অফিসে পড়ল তালা

তৃণমূল জেলা সভাপতির বক্তব্যে পালটা তোপ দাগেন বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙা । এই প্রসঙ্গেই তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার আইন করছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের চুরি আটকানোর জন্য । আরও তো রাজ্য রয়েছে অন্যান্য জায়গায় তো এই সব হচ্ছে না । এখানে হচ্ছে তার কারণ শাসক দলের নেতা কর্মীরা নিজেরাই বাড়ি নিয়ে নিচ্ছেন । কোথাও টাকার বিনিময়ে কোটিপতিদের বাড়ি দেওয়া হচ্ছে । আর এই যে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে এগুলো সব শাসক দলের দুর্নীতির জন্য হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details