পুরুলিয়া, 20 ডিসেম্বর: ফের আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ উঠল ৷ এবার পুরুলিয়ার আড়ষা ব্লকের ঝুঁঝকা মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ৷ মঙ্গলবার সকাল থেকে এই পথ অবরোধের জেরে পুরুলিয়া-আড়ষা রাস্তায় আটকে পড়ে বহু গাড়ি । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আড়ষা ব্লকের বিডিও শঙ্খ ঘোষ ও আড়ষা থানার বিশাল পুলিশবাহিনী ।
গ্রামবাসীদের অভিযোগ, হেসলা গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ দরিদ্র মানুষরা আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) থেকে বঞ্চিত হয়েছে । সদ্য যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে নাম নেই যোগ্য ব্যক্তিদের । তাই আবাস যোজনার তালিকা সংশোধনের দাবি জানিয়েছেন তারা। পুলিশ প্রশাসন সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় প্রায় আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা ।
উল্লেখ্য, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ যেন থামতেই চাইছে না পুরুলিয়া জেলায় । গত কয়েকদিন ধরেই আবাস যোজনার তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন এলাকায় প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষ । কোথাও পঞ্চায়েত অফিসে তালা, কোথাও অবরোধ কর্মসূচি আবার কোথাও অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন তারা । তাদের অভিযোগ, আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে ৷ পুনরায় স্বচ্ছ আবাস যোজনার তালিকা প্রকাশ করতে হবে এবং বঞ্চিতদের আবাস যোজনার সুবিধা দিতে হবে ৷