পুরুলিয়া, 6 অগস্ট: গ্রামে রাতভর বুনো হাতির তাণ্ডবে নাজেহাল গ্রামবাসীরা। স্থানীয় বনদফতরে খবর দিলে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে দেরি করায় চার বন কর্মীকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ঘটনাটি পুরুলিয়ার আড়ষা থানার ঘাটিয়ালি গ্রামের। রবিবার সকাল থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, শনিবার রাতে পুরুলিয়ার আড়ষা রেঞ্জের ঘাটিয়ালি গ্রামে বুনো হাতি প্রবেশ করে গ্রামে। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। বুনো হাতি রাতভর তাণ্ডব চালায় এলাকাজুড়ে। আতঙ্কে রাতের ঘুম উড়ে যায় এলাকাবাসীদের। ঘাটিয়ালি গ্রামের বাসিন্দারা রাতেই স্থানীয় আড়ষা রেঞ্জের বন বিভাগে খবর দেয়। কিন্তু রাতভর স্থানীয় বন কর্মীরা ঘটনাস্থল ঘাটিয়ালি গ্রামে পৌঁছননি। তাই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ভোরের আলো ফুটতেই বুনো হাতি জঙ্গলে প্রবেশ করে। পরে, আজ সকালে বন কর্মীরা ওই গ্রামে পৌঁছলে বিক্ষুব্ধ জনতা চার বন কর্মীকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায়। সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
আরও পড়ুন:হাতিকে জঙ্গলে ফেরাতে গিয়ে আক্রান্ত বনাধিকারিক, হাসপাতালে আরও দুই বন কর্মী