পুরুলিয়া,12 ডিসেম্বর: আবাস প্লাস যোজনায় নাম নেই বেশ কয়েকজন এলাকাবাসীর, তাই পঞ্চায়েত অফিসেই তালা লাগিয়ে দিলেন গ্রামবাসীদের একাংশ (Villagers Locked Panchayat Office)। ঘটনাটি সোমবার পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সিঁদরী গ্রাম পঞ্চায়েতে ঘটনা। পঞ্চায়েত কর্মচারীদের বাহিরে বের করে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান মহিলারা । বিক্ষোভে সামিল হন বাড়েডি, নিশ্চিন্তপুর, সিঁদরি গ্রামপঞ্চায়েতের মহিলারা ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় বাঘমুণ্ডি থানার পুলিশ ।
এলাকাবাসীদের বক্তব্য, "আমরা আদিবাসী, মাইনরিটি, জেনারেল তালিকাভুক্ত । আমাদের প্রধান মন্ত্রী আবাস প্লাস যোজনা তালিকায় নাম না-থাকায় আমরা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়েছি ।" পাশপাশি তাঁরা আরও জানান, আগের তালিকায় তাঁদের নাম ছিল, কিন্তু বর্তমান তালিকায় তাঁদের নাম কাটা রয়েছে । তাঁরা আরও বলেন, "আমরা গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া লোক । আজ আমরা দিন মজুরি ছেড়ে এই অফিসে এসেছি ।কারণ আমাদের আদিবাসীদের প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় নাম নেই তার জন্য । শুধু বড়লোক যারা তাঁদের নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায়।"