পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Awas Yojana: আবাস যোজনায় নাম বাদ, পঞ্চায়েতে তালা গ্রামবাসীদের

আবাস যোজনায় নাম নেই (Awas Yojana Plus)৷ সেই ক্ষোভে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দিলেন গ্রামবাসীদের একাংশ ৷ বিক্ষোভে সামিল বাড়েডি, নিশ্চিন্তপুর, সিঁদরি গ্রামের মহিলারা ৷

Awas Yojana
আবাস যোজনায় নাম বাদ, বিক্ষোভ এলাকাবাসীর

By

Published : Dec 12, 2022, 11:05 PM IST

আবাস যোজনায় নাম বাদ, বিক্ষোভ এলাকাবাসীর

পুরুলিয়া,12 ডিসেম্বর: আবাস প্লাস যোজনায় নাম নেই বেশ কয়েকজন এলাকাবাসীর, তাই পঞ্চায়েত অফিসেই তালা লাগিয়ে দিলেন গ্রামবাসীদের একাংশ (Villagers Locked Panchayat Office)। ঘটনাটি সোমবার পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সিঁদরী গ্রাম পঞ্চায়েতে ঘটনা। পঞ্চায়েত কর্মচারীদের বাহিরে বের করে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান মহিলারা । বিক্ষোভে সামিল হন বাড়েডি, নিশ্চিন্তপুর, সিঁদরি গ্রামপঞ্চায়েতের মহিলারা ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় বাঘমুণ্ডি থানার পুলিশ ।

এলাকাবাসীদের বক্তব্য, "আমরা আদিবাসী, মাইনরিটি, জেনারেল তালিকাভুক্ত । আমাদের প্রধান মন্ত্রী আবাস প্লাস যোজনা তালিকায় নাম না-থাকায় আমরা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়েছি ।" পাশপাশি তাঁরা আরও জানান, আগের তালিকায় তাঁদের নাম ছিল, কিন্তু বর্তমান তালিকায় তাঁদের নাম কাটা রয়েছে । তাঁরা আরও বলেন, "আমরা গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া লোক । আজ আমরা দিন মজুরি ছেড়ে এই অফিসে এসেছি ।কারণ আমাদের আদিবাসীদের প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় নাম নেই তার জন্য । শুধু বড়লোক যারা তাঁদের নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায়।"

আরও পড়ুন:আবাস যোজনার সমীক্ষার সময় আশা কর্মীকে হেনস্তা, অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠালো আদালত

এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সুভাষ কালিন্দী বলেন, "আমি বাইরে আছি, কারণ আমার আত্মীয় বাড়িতে একজন মারা গিয়েছে ৷ কী হয়েছে জানি না, খোঁজ নিয়ে দেখছি । এছাড়া ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য আফরোজ আনসারি ও কুইরী বলেন, "তাঁরা যা করছেন নিজেদের অধিকারের দাবিতে করছেন ।" প্রায় তিনঘণ্টা পর তারা লিখিত আবেদন জানিয়ে অফিসের তালা খুলে দেন বিক্ষোভকারীরা। মহিলাদের একাংশ জানান, এই বিক্ষোভ আগামিদিনে আরও বৃহত্তর আকার ধারণ করবে। যতক্ষণ না যোগ্য ব্যক্তি আবাস প্লাস যোজনা পাচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details