পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PM Awas Yojana: আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ, জেলা প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীরা - আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ

আবাস যোজনার (Awas Yojana) বাড়ি পাওয়া নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হল গ্রামবাসীরা ৷ দাবি পূরণ না হলে আগামিদিনে ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা ।

Awas Yojana
Awas Yojana

By

Published : Dec 5, 2022, 7:41 PM IST

পুরুলিয়া, 5 ডিসেম্বর: প্রধানমন্ত্রীর আবাস যোজনার (Awas Yojana) আওতায় বাড়ি পাননি ৷ এমনই বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা (Villagers complain of deprivation)। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া 2 নম্বর ব্লকের ঘোংঘা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামপুর এলাকায় ।

অভিযোগ, সদ্য প্রকাশিত হয়েছে আবাস যোজনার তালিকা ৷ কিন্তু তাতে নাম নেই যোগ্য ব্যক্তিদের । তাই জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা । আবাস যোজনার তালিকা সংশোধন করে যোগ্য ব্যক্তিদের বাড়ি দেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা । দাবি পূরণ না-হলে আগামিদিনে ভোট বয়কটের ডাক দিয়েছে গ্রামবাসীরা ।

হাজারের বেশি ভোটার এই শ্যামপুর গ্রামে । বেশিরভাগ মানুষ চাষি এবং দিন আনা দিন খাওয়া পরিবারের । অনেকেই আবার গবাদি পশুর দুধ বিক্রি করে সংসার চালান । এদের মধ্যে বেশিরভাগ পরিবারের বাড়ির হাল বেহাল । কারও মাটির বাড়ির উপর টালির ছাউনি দেওয়া, কারও বাড়ির মাথায় প্লাস্টিক দেওয়া । কারও আবার বাড়ির অবস্থা ভগ্নপ্রায় । দীর্ঘদিন ধরেই আবাস যোজনার বাড়ির জন্য বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছেন তারা । অথচ গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনায় সম্প্রতি যে বাড়ির তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা গিয়েছে যোগ্য ব্যক্তিদের নাম নেই । বরং যাদের বাড়ির অবস্থা ভালো তাদেরই নাম রয়েছে তালিকায় । তাই সেই তালিকা প্রকাশ হতেই ক্ষোভে ফেটে পড়েছেন তারা ।

আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ, জেলা প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীরা

আরও পড়ুন:আবাস যোজনার ঘর পাইয়ে দিতে কাটমানির দাবি, জেলাশাসকের দ্বারস্থ পরিবার

এ বিষয়ে পুরুলিয়া 2 নম্বর ব্লকের বিডিও মহকুমা শাসক-সহ বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়ে আবাস যোজনার তালিকা সংশোধন করে যোগ্য ব্যক্তিদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা । দাবি পূরণ না-হলে আগামিদিনে বৃহত্তর আন্দোলনে নামার এবং প্রয়োজনে ভোট বয়কটের ডাক দিয়েছেন শ্যামপুর গ্রামের বাসিন্দারা । যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরুলিয়া সদর মহকুমা শাসক বিমলেন্দু দাস ।

ABOUT THE AUTHOR

...view details