পুরুলিয়া, 1 মে: 'রাস্তা নেই, ভোট নেই'। গ্রামে রাস্তা তৈরিতে বঞ্চনার অভিযোগ তুলে দেওয়াল লিখন ও পোস্টার ঝুলিয়ে ভোট বয়কটের ডাক দিলেন আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দারা। ঘটনাটি পুরুলিয়ার মানবাজার 1 নম্বর ব্লকের বারমাস্যা-রামনগর গ্রাম পঞ্চায়েতের লাউদুহা গ্রামের।
গ্রামবাসী মহিতোষ পাউরিয়া, সত্যপতি মুর্মুর অভিযোগ, সম্প্রতি রাজ্য সরকার পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যে 12 হাজার কিমি রাস্তার উদ্বোধন করল। কিন্তু অন্যদিকে, জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত পুরুলিয়ার বারমাস্যা-রামনগর গ্রাম পঞ্চায়েতের লাউদুহা গ্রামের বাসিন্দারা বঞ্চিত পাকা রাস্তা থেকে। ওই এলাকায় পায়রাচালি-বুধপুর রাজ্য সড়ক থেকে লাউদুহা গ্রামে যাওয়ার প্রায় 2 কিমি রাস্তার অবস্থা একেবারেই বেহাল। খানাখন্দে ভরতি পুরো রাস্তা। ছোট-বড় যানবাহন যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হয়। এমনকী সাইকেলে যাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়েন পড়ুয়ারা। দুর্ঘটনাও ঘটে বলে অভিযোগ।
গ্রামবাসী বিবিসনা মুর্মুর অভিযোগ, শুধু রাস্তা নয়, গ্রামে রয়েছে পানীয় জলের সংকটও। বিশেষ করে এই গ্রীষ্মের সময়ে পানীয় জলের সংকট দেখা দেয়। গ্রামবাসীরা রাস্তার সঙ্গে পানীয় জলের স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয় পঞ্চায়েত অফিস থেকে ব্লক প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েছে, তবে কোনও সুরাহা হয়নি। তাই দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। অভিযোগ, ভোট আসে ভোট যায়, মেলে একের পর এক প্রতিশ্রুতি। কিন্তু তবুও গ্রামবাসীদের সমস্যার সমাধান হয় না। বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনের আগেও প্রতিশ্রুতি দিয়েছিলেন জনপ্রতিনিধিরা। কিন্তু যে কে সেই।
আরও পড়ুন:তৈরির এক মাসের মধ্যে রাস্তায় ফাটল, বিক্ষোভ গ্রামবাসীদের
মানবাজার এলাকাটি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী সন্ধ্যারানী টুডুর বিধানসভা কেন্দ্র। তবুও উন্নয়ন থেকে বঞ্চিত এই আদিবাসী গ্রাম, এমনই এলাকাবাসীদের অভিযোগ। তাই পাকা রাস্তা ও জলের স্থায়ী সমাধানের দাবিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামে দেওয়াল লিখন ও পোস্টার ঝুলিয়ে ভোট বয়কটের ডাক দিচ্ছেন লাউদুহার গ্রামবাসীরা। রবিবার সকাল থেকেই গ্রামবাসীরা ভোট বয়কটের দাবিতে 'রাস্তা নেই, ভোট নেই' স্লোগান লিখনের কাজে নেমে পড়েন। মিছিলেও পা মেলান। একইসঙ্গে রাজ্য সড়কের উপর নিজেদের দাবি দাওয়া লিখে ভোট বয়কটের হুঁশিয়ারি দেন তাঁরা। তাঁদের দাবি, রাস্তা এবং পানীয় জলের স্থায়ী সমাধান চাই ।