বান্দোয়ান, 27 মার্চ : রাজ্যে আজ প্রথম দফার ভোট। তার আগেই পুরুলিয়ায় ভোটের কাজে ব্যবহৃত গাড়িতে লাগল আগুন । ঘটনা ঘিরে রহস্য দানা বেঁধেছে । মাও আতঙ্কের তত্ত্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন : প্রথম দফায় নজর থাকবে যাঁদের উপর
বান্দোয়ান, 27 মার্চ : রাজ্যে আজ প্রথম দফার ভোট। তার আগেই পুরুলিয়ায় ভোটের কাজে ব্যবহৃত গাড়িতে লাগল আগুন । ঘটনা ঘিরে রহস্য দানা বেঁধেছে । মাও আতঙ্কের তত্ত্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন : প্রথম দফায় নজর থাকবে যাঁদের উপর
বান্দোয়ানের গড়ুড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সাগা সুপুরুডি গ্রামের একটি ফাঁকা জায়গায় রাস্তায় রহস্যজনকভাবে একটি টাটা ম্যাজিক গাড়িতে আগুন লেগে যায় । ভোটকর্মীদের খাবার দিয়ে ফিরছিল গাড়িটি । স্থানীয়দের ধারণা, গাড়িটিতে আগুন লাগানো হয়েছে।
খবর পেয়ে এলাকায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছায় । নির্বাচনের ঠিক আগের রাতে এই ঘটনায় সাগা সুপুরুডি গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ । ঘটনায় হতাহতের কোনও খবর নেই।