পুরুলিয়া, 28 অক্টোবর : বিগত পাঁচশো বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করছে পুরুলিয়ার প্রান্তিক এক গ্রাম হিড়বহাল ৷ পুরুলিয়ার 2নং ব্লকের এই গ্রামে একই মন্দিরে ভদ্রকালী ও পীরের উপাসনা করা হয় ৷ যেখানে পীর বাবাকে সত্যনারায়ণ রূপে পুজো করেন পুরোহিত ৷ যে মন্দির ‘মা ভদ্রকালীর এবং সত্য পীরের মন্দির’ নামে পরিচিত ৷ তবে, সেই পুরোহিত কোনও ব্রাহ্মণ নন ৷ 500 বছর ধরে বংশ পরম্পরায় বাউড়ি সমাজের সদস্যরা কালী এবং পীরবাবার পুজো করেন ৷ যেখানে ধর্মীয় ভেদাভেদ ভুলে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ অংশ নিতে পারেন ৷
কালীপুজোর সময় এই হিড়াবহাল মন্দিরের পরিবেশ বেশ জাঁকজমক হয়ে ওঠে ৷ ভদ্রকালীর মন্দির হওয়ায় এখানে বলি প্রথা চালু রয়েছে ৷ আর এই বলি প্রথাই এই মন্দিরের মূল আকর্ষণ ৷ হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ বলিতে অংশ নেন ৷ একসঙ্গে পাঁঠা বলি এবং মুরগি বলি হয় ৷ এই মন্দিরে পুরুলিয়া ছাড়াও, আশেপাশের জেলা থেকে, এমনকি প্রতিবেশী রাজ্যের লোকজনও পুজো দিতে আসেন এই মন্দিরে ৷