পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Unnatural Death Of a Woman : চিকিৎসা করাতে এসে অস্বাভাবিক মৃত্যু অন্তঃস্বত্ত্বা মহিলার - Unnatural death of a pregnant woman

চিকিৎসা করাতে এসে অস্বাভাবিক মৃত্যু অন্তঃস্বত্ত্বা মহিলার (Unnatural Death Of a Woman) ৷

Unnatural Death Of a Woman
চিকিৎসা করাতে এসে অস্বাভাবিক মৃত্যু অন্তঃস্বত্ত্বা মহিলার

By

Published : Apr 28, 2022, 10:42 PM IST

পুরুলিয়া, 28 এপ্রিল: ডাক্তার দেখাতে এসে মহিলার অস্বাভাবিক মৃত্যু ৷ মৃতের নাম চৈতালি মাহাত (22) ৷ পুঞ্চা থানা এলাকার নপাড়া গ্রামের বাসিন্দা ৷ তিনি অন্তঃস্বত্ত্বা ছিলেন (Unnatural Death Of a Woman) ৷

বৃহস্পতিবার পুরুলিয়া শহরে ডাক্তার দেখাতে এসেছিলেন ওই অন্তঃস্বত্ত্বা মহিলা ৷ স্বামী মনোজ মাহাত বলেন, ‘‘ডাক্তার দেখানোর জন্য রোদে আমাদের কিছুটা ঘোরাঘুরি করতে হয় । এরপর একটি হোটেলে যখন আমরা খাবার খেতে যাই, তখন হঠাৎ আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন । হয়তো রোদে ঘোরার জন্য ওর শরীর খারাপ হয় । তারপর হাসপাতালে নিয়ে এলে সব শেষ ।’’

আরও পড়ুন:কোরোনা পরিস্থিতির জেরে অ-কোরোনা স্বাস্থ্য সমস্যার পরিষেবা অমিল

তবে গরমে ওই মহিলার মৃত্যু হয়েছে কি না, তা জানা যায়ানি ৷ ময়ানাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ এখনও পর্যন্ত পুরুলিয়ায় তাপ প্রবাহের জেরে কোনও মৃত্যু হয়নি বলে জানিয়েছেন পুরুলিয়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details