পুরুলিয়া, 13 জানুয়ারি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবতীর (Two Young Girls Died in A Road Accident in Purulia) ৷ আহত হয়েছেন এক যুবক ৷ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতের দিকে ৷ পুরুলিয়া মফস্বল থানার হুটমুড়া মসজিদের কাছে পুরুলিয়া-বাঁকুড়া 60এ জাতীয় সড়কে উলটো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাইকটির ধাক্কা লাগে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, একই বাইকে সওয়ার ছিলেন মৃত 2 যুবতী এবং আহত যুবক ৷ ধাক্কা লাগার পর দুই যুবতীকে পিষে দেয় ট্রাকের চাকা ৷
বৃহস্পতিবার রাত 10টার পর একটি বাইকে সওয়ার হয়ে এক যুবক এবং 2 যুবতী লধুড়কা থেকে পুরুলিয়া শহরের দিকে আসছিলেন ৷ হুটমুড়া মসজিদের কাছে 60এ জাতীয় সড়কে উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে বাইকটির ৷ ঘটনাস্থলে বাইক থেকে ছিটকে নিচে পড়ে যান 2 যুবতী ৷ সেই সময় ট্রাকের একটি চাকা তাঁদের গায়ের উপর দিয়ে চলে যায় বলে পুলিশ সূত্রে খবর ৷ স্থানীয়রাই পুলিশকে খবর দেয় ৷