পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident in Purulia: পুরুলিয়ায় বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কা, মৃত 2 যুবতী

পুরুলিয়ায় বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কায় 2 যুবতীর মৃত্যু হয়েছে (Two Young Girls Died in A Road Accident in Purulia) ৷ জানা গিয়েছে, বাইকে করে যাওয়ার সময় পুরুলিয়া-বাঁকুড়া 60এ জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে ৷ বাইক চালক যুবক গুরুতর জখম হয়েছেন ৷

Road Accident in Purulia ETV BHARAT
Road Accident in Purulia

By

Published : Jan 13, 2023, 11:18 AM IST

Updated : Jan 13, 2023, 11:55 AM IST

পুরুলিয়া, 13 জানুয়ারি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবতীর (Two Young Girls Died in A Road Accident in Purulia) ৷ আহত হয়েছেন এক যুবক ৷ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতের দিকে ৷ পুরুলিয়া মফস্বল থানার হুটমুড়া মসজিদের কাছে পুরুলিয়া-বাঁকুড়া 60এ জাতীয় সড়কে উলটো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাইকটির ধাক্কা লাগে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, একই বাইকে সওয়ার ছিলেন মৃত 2 যুবতী এবং আহত যুবক ৷ ধাক্কা লাগার পর দুই যুবতীকে পিষে দেয় ট্রাকের চাকা ৷

বৃহস্পতিবার রাত 10টার পর একটি বাইকে সওয়ার হয়ে এক যুবক এবং 2 যুবতী লধুড়কা থেকে পুরুলিয়া শহরের দিকে আসছিলেন ৷ হুটমুড়া মসজিদের কাছে 60এ জাতীয় সড়কে উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে বাইকটির ৷ ঘটনাস্থলে বাইক থেকে ছিটকে নিচে পড়ে যান 2 যুবতী ৷ সেই সময় ট্রাকের একটি চাকা তাঁদের গায়ের উপর দিয়ে চলে যায় বলে পুলিশ সূত্রে খবর ৷ স্থানীয়রাই পুলিশকে খবর দেয় ৷

পুলিশ গুরুতর জখম অবস্থায় আহতদের পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে, 2 যুবতীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷ আহত যুবক হাসপাতালে ভরতি ৷ মৃতদের মধ্যে এক যুবতীর পরিচয় জানা গিয়েছে ৷ তাঁর নাম প্রিয়াঙ্কা কালিন্দী । বয়স 20 বছর ৷ প্রিয়াঙ্কার বাড়ি পুরুলিয়া শহরের গোশালা এলাকায় ৷ তবে, আরেক যুবতীর পরিচয় জানা যায়নি ৷ দুর্ঘটনায় আহত বাইক চালক যুবকের নাম মিলন কৈবর্ত্য, বয়স 22 বছর ৷ তাঁর বাড়ি পুরুলিয়া মফস্বল থানার ছড়রা এলাকায় ৷

আরও পড়ুন:নাসিকে জাতীয় সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত 10

পুলিশ ঘাতক ট্রাক এবং তাঁর চালককে আটক করেছে ৷ কীভাবে এই দুর্ঘটনা ঘটল ? বাইক ও ট্রাকের গতি দুর্ঘটনার সময় কত ছিল ? এ সব বিষয়ে জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ পাশাপাশি, জাতীয় সড়কের উপরে একটি বাইকে 3 জনের সওয়ার হওয়ার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ ৷ পাশাপাশি, বাইক চালক যুবক ও মৃত 2 যুবতীর মাথায় হেলমেট ছিল কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে ৷

Last Updated : Jan 13, 2023, 11:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details