পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হিমবাহ ধসে নিখোঁজ পুরুলিয়ার দুই শ্রমিক

নিখোঁজ শ্রমিকদের খোঁজে তৎপর রাজ্যের স্থানীয় প্রশাসন ৷ পরিবারের পাশে থাকার আশ্বাস যুব তৃণমূলের ৷

ছবি
ছবি

By

Published : Feb 8, 2021, 9:07 PM IST

পুরুলিয়া, 8 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডে কাজে গিয়ে নিখোঁজ পুরুলিয়ার দুই শ্রমিক । পুরুলিয়ার আড়ষা থানার বাগানডি গ্রামের বাসিন্দা ওই দুই শ্রমিকের নাম শুভঙ্কর তন্তুবায় (21) ও অশ্বিনী তন্তুবায় (31) ।

বিগত কয়েকদিন আগে উত্তরাখণ্ডে কাজ করতে গিয়েছিলেন তাঁরা । তারপর থেকে ওই দুই শ্রমিকের কোনও খোঁজ পাওয়া যায়নি । ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থানে পৌঁছেছে জেলা তৃণমূল নেতৃত্ব । পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জেলা যুব তৃণমূল সভাপতি সুশান্ত মাহাত ।

আরও পড়ুন :উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে ব্যাপক তুষারধস! ভাঙল বাঁধ, 150 জনের মৃত্যুর আশঙ্কা

অন্যদিকে, জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায় জানান, "কয়েকদিন আগে আড়ষা থানার বাগানডির দুই শ্রমিক উত্তরাখণ্ডের ঋষিকেশে কাজের জন্য গিয়েছিলেন । গতকাল থেকে তাঁদের মোবাইলে কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর ।" এই বিষয়ে ব্লক প্রশাসন , পুলিশ প্রশাসন ওদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে । খোঁজ চালানো হচ্ছে ।

জেলাশাসকের বক্তব্য

আরও পড়ুন :উত্তরাখণ্ডে হিমবাহ ধসে ভাঙল ধৌলিগঙ্গার বাঁধ

গতকাল হিমবাহ ভেঙে বিরাট তুষারধস নামে উত্তরাখণ্ডে । ভেঙে যায় বাঁধ । জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল বিস্তীর্ণ এলাকা । জোশীমঠ এলাকার ধৌলি গঙ্গা উপত্যকায় ঋষিগঙ্গা জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে কর্মরত বহু শ্রমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না । এরই মধ্যে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব আশ্বাস দিয়েছেন সেখানে রাজ্যের কোনও পর্যটক বা শ্রমিক আটকে থাকলে তাঁদের ফিরিয়ে আনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেবে সরকার ৷ এরপর আজ পুরুলিয়ায় এই দুই শ্রমিকের খোঁজ না মেলায় তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details