পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় জাল নোট-সহ ধৃত দুই - জাল নোট-সহ ধৃত দুই

পুলিশের নাকা চেকিংয়ে জাল নোট-সহ ধৃত দুই পাচারকারী ৷ পুরুলিয়া জেলার বলরামপুর থানা এলাকায় পুলিশ 6 লাখ 97 হাজার 500 টাকার জালনোট উদ্ধার করে ৷

ধৃত জালনোট পাচারকারী

By

Published : Aug 30, 2019, 2:13 PM IST

বলরামপুর, 30 অগাস্ট: পুলিশের নাকা চেকিংয়ে জাল নোট-সহ ধৃত দুই পাচারকারী ৷ ধৃতরা হল উদয় কুমার (33) ও হিমাংশু মাহাত (33) ৷

গতকাল পুরুলিয়া জেলার বলরামপুর থানা এলাকায় নাকা চেকিংয়ের সময় পুলিশ 6 লাখ 97 হাজার 500 টাকার জালনোট উদ্ধার করে ৷ ধৃতদের সঙ্গে থাকা মারুতিটিও আটক করেছে পুলিশ ৷ ধৃতদের একজন বলরামপুর থানার রাপকাটা ও অন্যজন রুচাপ গ্রামের বাসিন্দা ৷ ধৃত জালনোট পাচারকারীরা কোথায় এই নোটাগুলো পাচার করছিল, তাদের সঙ্গে আরও কারা জড়িত তা জানতে জেরা করছে পুলিশ ৷ আজ পুরুলিয়া জেলা আদালতে ধৃতদের তোলা হয় ৷

আরও পড়ুন : পুলিশি অত্যাচারে বিচারাধীন বন্দীর মৃত্যুর অভিযোগ

উল্লেখ্য, এর আগেও 8 অগাস্ট নিতুড়িয়া থানা এলাকায় নাকা চেকিংয়ের সময় 50 হাজার টাকার জাল নোট-সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ ৷ আবারও বলরামপুর এলাকা থেকেও একইভাবে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন জেলা পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details