পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পিপিই কিট পরে কোভিড রোগীদের পরিষেবা দিচ্ছে পুরুলিয়ার দুই টোটোচালক

অ্যাম্বুলেন্সের চাহিদা মেটাতে টোটো নিয়ে রাস্তায় নামলেন দুই টোটো চালক ৷ 24 ঘণ্টা পিপিই কিট পরেই করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়ে ভার নিয়েছেন তাঁরা ৷

By

Published : May 15, 2021, 12:45 PM IST

two toto drivers put on ppe kit and gives services to covid 19 patient
two toto drivers put on ppe kit and gives services to covid 19 patient

পুরুলিয়া , 15 মে : অ্যাম্বুলেন্সের চাহিদা মেটাতে টোটো নিয়ে রাস্তায় নামলেন দুই টোটো চালক ৷ তাঁদের নাম সমর কান্তি কর্মকার আর আব্দুল রফিক । 24 ঘণ্টা পিপিই কিট পরেই করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার ভার নিয়েছেন তাঁরা ৷

পুরুলিয়া জেলা জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ৷ বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নারাজ প্রায় সকলেই ৷ এরই মধ্য়ে রাজ্যজুড়ে ঘোষিত হয়েছে আংশিক লকডাউন ৷

পিপিই কিট পরে কোভিড রোগীদের পরিষেবা দিচ্ছেন দুই টোটোচালক

ফলে করোনা আক্রান্ত রোগীর সংখ্য়া যে হারে বাড়ছে , সেই হারে পাওয়া যাচ্ছে না অ্যাম্বুলেন্স ৷ আর এই অবস্থা কাটিয়ে তোলার উদ্দ্যেশেই এবার পথে নামলেন দুই টোটো চালক ৷

পিপিই কিট পরে কোভিড রোগীদের পরিষেবা দিচ্ছে পুরুলিয়ার দুই টোটোচালক

আরও পড়ুন :নন্দীগ্রামে রাজ্যপাল, স্বাগত শুভেন্দুর

তপ্ত গরমেও 24 ঘণ্টা পিপিই কিট পরে করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন এঁরা ৷ কোভিড আক্রান্ত হলেই এঁদের নম্বরে একবার ফোন করলেই টোটো পৌঁছে যাবে একেবারে দোড়গোড়ায় । দেশজুড়ে চলা এই ভয়াবহ পরিস্থিতিতে করোনা যোদ্ধা হিসেবে সামিল হতে পেরে গর্বিত তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details